মাগুরা প্রতিনিধি : মাগুরা শালিখা উপজেলা ধনেশ্বরগাতী ইউনিয়ন গজদূর্বা গ্রামে গাঁজা সেবনে বাধা দেয়ায় ছুরিকাঘাতে টিটু মন্ডল ( ২০) নামের এক যুবককে কুপিয়ে হত্যা করে প্রতিপক্ষরা। নিহত টিটু মন্ডল গ্রামের মন্ডলের ছেলে। বৃহস্পতিবার রাত সাড়ে নয়টার দিকে ধনেশ্বরগাতী ইউনিয়ন গজদূর্বা গ্রামে এই বিরোধের ঘটনা ঘটে। এ সময় টিটো মন্ডলসহ পাঁচজন জন আহত হন। আহতদেরকে মাগুরা ২৫০ শয্যা হাসপাতালে আনা হলে শুক্রবার কিটো মন্ডল চিকিৎসাধীন অবস্থায় মারা যায়।
আহতদের মধ্যে শাকিল মন্ডল কে মাগুরা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। অন্যদেরকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
মাগুরা সদর থানার থানার অফিসার ইনচার্জ ওসি, আবু সাঈদ বলেন, গজদূর্বা গ্রামে কয়েকজন যুবক একটি স্থানে বসে রাতের বেলা আড্ডা দিচ্ছিল। এ সময় টিটো মন্ডল সেখানে গিয়ে এত রাতে সেখানে কিসের আড্ডা হচ্ছে এটি জানতে চায়। এ সময় তার উপর ক্ষিপ্ত হয়ে তর্কে জড়িয়ে যায় প্রতিপক্ষরা। পরে তাকে ছুরিকাঘাত করলে সে সহ আরো কয়েকজন আহত হয়। পরে আহতদেরকে মাগুরা ২৫০ শয্যা সদর হাসপাতালে নেয়া হলে টিটো মন্ডল মারা যায়। মরদেহটি মাগুরা ২৫০ সদর হাসপাতালের অস্থায়ী মর্গে রাখা হয়।