Ad for sale 100 x 870 Position (1)
Position (1)

খালেদা জিয়ার জানাজায় গিয়ে মণিরামপুরের তুহিনের মৃত্যু

এখন সময়: শুক্রবার, ২ জানুয়ারি , ২০২৬, ১১:০৬:৫৭ পিএম

নিজস্ব প্রতিবেদক : সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার জানাজায় অংশ নিতে গিয়ে অসুস্থ হয়ে পড়া এক যুবক চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। শুক্রবার ভোরে রাজধানীর একটি হাসপাতালে তার মৃত্যু হয়।
মৃত যুবকের নাম মনিরুজ্জামান তুহিন (৩০)। তিনি যশোরের মনিরামপুর উপজেলার শ্যামকুড় ইউনিয়নের রামনগর লাউড়ী রাস্তার ব্রিজ-সংলগ্ন এলাকার বাসিন্দা।
ঘটনাটি নিশ্চিত করে মণিরামপুর থানা বিএনপির সাধারণ সম্পাদক আসাদুজ্জামান মিন্টু জানান, তুহিন বিএনপির একজন সমর্থক ছিলেন। দীর্ঘদিন প্রবাসে থাকার পর দেশে ফিরে তিনি যশোর শহরে বসবাস করছিলেন। দলীয় কোনো পদে না থাকলেও খালেদা জিয়ার প্রতি তার গভীর শ্রদ্ধা ও ভালোবাসা ছিল। সেই টান থেকেই গত বুধবার তিনি ঢাকায় গিয়ে খালেদা জিয়ার জানাজায় অংশ নেন।
তিনি আরও জানান, জানাজায় অতিরিক্ত মানুষের ভিড় ও চাপের কারণে তুহিন হঠাৎ অসুস্থ হয়ে পড়েন। পরে তাকে দ্রুত ঢাকার একটি হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় শুক্রবার ভোর আনুমানিক ৫টার দিকে তার মৃত্যু হয়।
তুহিনের অকাল মৃত্যুতে পরিবার, স্বজন ও স্থানীয় বিএনপির নেতাকর্মীদের মধ্যে গভীর শোকের ছায়া নেমে এসেছে।

Ad for sale 100 x 870 Position (2)
Position (2)
Ad for sale 225 x 270 Position (3)
Position (3)
Ad for sale 225 x 270 Position (4)
Position (4)