নিজম্ব প্রতিবেদক : বাংলাদেশ ইঞ্জিনিয়ারিং শিল্প মালিক সমিতির যশোর জেলা শাখার নিজস্ব কার্যালয়ের উদ্বোধন করা হয়েছে। শুক্রবার বিকেলে মনিহার সিনেমা হলের দ্বিতীয় তলা এক অনুষ্ঠানের মাধ্যমে প্রধান অতিথি থেকে প্রতিষ্ঠানটির কার্যলয়ের উদ্বোধন করেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির ভারপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক (খুলনা বিভাগ) এবং ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের যশোর-৩ (সদর) আসনে ধানের শীষ মনোনীত প্রার্থী অনিন্দ্য ইসলাম অমিত। এ সময় বিশেষ দোয়া ও মুনাজাত করা হয়। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন যশোর চেম্বার অব কমার্স এন্ড ইন্ড্রাস্ট্রি’র সভাপতি মিজানুর রহমান খান ও সম্পাদক তানভীরুল ইসলাম সোহান। এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলাদেশ ইঞ্জিনিয়ারিং শিল্প মালিক সমিতির যশোর জেলা শাখার ভারপ্রাপ্ত সভাপতি সিরাজ খান মিন্টু, সাধারণ সম্পাদক হারুন অর রশিদ, সাংগঠনিক সম্পাদক শেখ ইয়াকুব আলী, সহ-সাধারণ সম্পাদক আব্দুল হামিদ, জুয়েল হোসেন, প্রচার সম্পাদক আব্দুল জলিল, শ্রম বিষয়ক সম্পাদক আলমগীর হোসেন প্রমুখ।