Ad for sale 100 x 870 Position (1)
Position (1)

এইচএসসি পরীক্ষার প্রশ্নপত্র প্রণয়ন ও পরিশোধন বিষয়ে প্রশিক্ষণে যশোর বোর্ডের ১৬ শিক্ষক

এখন সময়: শুক্রবার, ২ জানুয়ারি , ২০২৬, ১১:০৮:১৫ পিএম

মিরাজুল কবীর টিটো : এইচএসসি পরীক্ষার প্রশ্নপত্র প্রণয়ন ও পরিশোধন বিষয়ক প্রশিক্ষণ কার্যক্রমে যশোর শিক্ষা বোর্ডের ১৬ শিক্ষককে চার বিষয়ে প্রশিক্ষণ দেয়া হবে। এদের দিয়ে পরীক্ষার প্রশ্নপত্র প্রণয়ন ও পরিশোধন বিষয়ক কাজ করানো হবে। আজ ৩ জানুয়ারি শনিবার থেকে ৮ জানুয়ারি পর্যন্ত পরীক্ষার প্রশ্নপত্র প্রণয়ন ও পরিশোধন বিষয়ক প্রশিক্ষণ বাংলাদেশ আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির তত্ত্বাবধানে বাংলাদেশ পরীক্ষা উন্নয়ন ইউনিট, ঢাকা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডে অনুষ্ঠিত হবে।
বাংলা প্রথম পত্র বিষয়ের তালিকাভুক্ত শিক্ষকরা হলেন- চুয়াডাঙ্গা সরকারি আদর্শ মহিলা কলেজের সহযোগী অধ্যাপক ড. আব্দুর রশীদ , যশোর এমএম কলেজের সহকারী অধ্যাপক মঞ্জুরুল ইসলাম, যশোর সরকারি সিটি কলেজের সহকারী অধ্যাপক সোনিয়া রহমান, খুলনা ডুমুরিয়া কলেজের সহকারী অধ্যাপক মাসুমা ইয়াসমিন স্নিগ্ধা।
ব্যবসায় সংগঠন ও ব্যবস্থাপনা বিষয়ের শিক্ষকরা হলেন- কুষ্টিয়া সরকারি কলেজের সহকারী অধ্যাপক এনামুল হক, যশার এমএম কলেজের সহকারী অধ্যাপক ইস্রাফিল হোসেন, নড়াইল সরকারি ভিক্টোরিয়া কলেজের সহকারী অধ্যাপক সাইফুর রহমান, মহেশপুর গাংনী সরকারি ডিগ্রি কলেজের প্রভাষক আসাদুজ্জামান।
পৌরনীতি ও সুশাসন বিষয়ের শিক্ষকরা হলেন- দর্শনা সরকারি কলেজের সহকারী অধ্যাপক মেরাজুল ইসলাম, ঝিনাইদহের সরকারি কেশব চন্দ্র কলেজের সহকারী অধ্যাপক মাহমুদুল হাসান, যশোর ঢাকুরিয়া কলেজের প্রভাষক রমজান আলী।
পদার্থ বিজ্ঞানের শিক্ষকরা হলেন-কুষ্টিয়া সরকারি কলেজের সহকারী অধ্যাপক আলাউদ্দিন, সাতক্ষীরা সিটি কলেজের সহকারী অধ্যাপক মোহাম্মদ আজিম খান, যশোর ঝিকরগাছা কায়েমকোলা কলেজের সহকারী অধ্যাপক এসএম আজিজুর রহমান, খুলনা ডুমুরিয়া শহীদ স্মৃতি মহাবিদ্যালয়ের প্রভাষক শেখ আরিফুর রহমান।
এ ব্যাপারে যশোর বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক প্রফেসর ড. আব্দুল মতিন বলেন, যে সব শিক্ষকদের ঢাকা বোর্ডে এইচএসসি পরীক্ষার প্রশ্নপত্র প্রণয়ন ও পরিশোধন বিষয়ক প্রশিক্ষণ কার্যক্রমে প্রশিক্ষণ দেয়া হবে এদের দিয়ে যশোর শিক্ষা বোর্ডের এইচএসসি পরীক্ষার প্রশ্নপত্র প্রণয়ন ও পরিশোধনের কাজ করানো হবে।

Ad for sale 100 x 870 Position (2)
Position (2)
Ad for sale 225 x 270 Position (3)
Position (3)
Ad for sale 225 x 270 Position (4)
Position (4)