নিজস্ব প্রতিবেদক: মোটরসাইকেল চোরচক্রের ৫ সদস্যকে আটক করেছে যশোরের ডিবি পুলিশ। উদ্ধার করা হয়েছে চোরাই মোটরসাইকেল ও তালা খোলার মাস্টার চাবি। আটককৃতরা হলো- বাগেরহাট জেলার মোড়লগঞ্জের উত্তর সুতালড়ী গ্রামের তোফাজ্জেল মোল্লার ছেলে কুদরত মোল্লা, বাগেরহাট রামপালের বড় সন্নাসী গ্রামের মৃত ইসমাইল শেখের ছেলে ওহিদুল শেখ, বাগেরহাট সদরের খাদ্দার গ্রামের মৃত ছামছু শেখের ছেলে লিটন শেখ ওরফে মনিরুজ্জামান, মাগুরা মোহাম্মদপুরের মন্ডলগাতী গ্রামের কুদ্দুস মোল্লার ছেলে লিটন মিয়া ও নড়াইল সদরের রামচন্দ্রপুর গ্রামের মৃত আব্দুল হালিম মিয়ার ছেলে প্রান্ত মিয়া। মামলার অভিযোগে জানা গেছে, গত বছরের ৫ ডিসেম্বর সকাল ১০টার দিকে চাঁচড়া চেকপোস্ট এলাকার হাজী ইয়াকুব আলী মার্কেটের পার্কিংয়ে একটি ইয়ামাহা এফজেড মোটরসাইকেল রেখে কাজে যান মালিক চঞ্চল হোসেন। বিকেলে ফিরে দেখেন তার মোটরসাইকেলটি চুরি হয়ে গেছে। এ ঘটনায় মোটরসাইকেলের মালিক চাঁচড়া মধ্যপাড়ার চঞ্চল হোসেন কোতয়ালী থানায় একটি মামলা দায়ের করেন। ডিবির এসআই শেখ আবু হাসান ও এএসআই লাভলু হোসেন সাংবাদিকদের জানিয়েছেন, ঘটনাস্থলের সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ ও তথ্য প্রযুক্তির সহায়তায় প্রথমে শুক্রবার বাগেরহাট জেলার মোড়েলগঞ্জ থানা এলাকায় অভিযান চালিয়ে সংঘবদ্ধ চোরচক্রের সদস্য কুদরত মোল্লাকে আটক করা হয়। পরে তার দেয়া তথ্যের ভিত্তিতে বাগেরহাট জেলার রামপাল ও বাগেরহাট সদর থানার বিভিন্ন এলাকা এবং খুলনা জেলার রূপসা থানা এলাকা থেকে চক্রের মূলহোতা ওহিদুল শেখ ও তার সহযোগী লিটন শেখ ওরফে মনিরুজ্জামান শেখকে আটক করা হয়। এ সময় তাদের হেফাজত থেকে একটি চোরাই সুজুকী জিক্সার মোটরসাইকেল উদ্ধার করা হয়। তাদের তথ্যের ভিত্তিতে গোপালগঞ্জ জেলার কাশিয়ানী থানাধীন মধুমতি টোল প্লাজার রাস্তা থেকে লিটন মিয়া ও প্রান্ত মিয়াকে আটক করা হয়। শনিবার বিকেলে আটককৃতদের আদালতে সোপর্দ করেছে ডিবি পুলিশ। আদালতের বিচারক তাদের কারগারে পাঠানোর আদেশ দিয়েছেন।