Ad for sale 100 x 870 Position (1)
Position (1)

❒# ক্যাম্পাসে প্রবেশে নিষেধাজ্ঞা

তথ্য পাচারের অভিযোগে যবিপ্রবির ডিনকে অপসারণ, তদন্ত কমিটি গঠন

এখন সময়: সোমবার, ৫ জানুয়ারি , ২০২৬, ০৮:৩৫:৩৪ পিএম

যবিপ্রবি প্রতিনিধি : যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) উপ-রেজিস্ট্রারের নাম, ঠিকানা ও মোবাইল নম্বর জাল করে তথ্য পাচারের অভিযোগে প্রকৌশল ও প্রযুক্তি অনুষদের ডিন ড. মোঃ আমজাদ হোসেনকে ডিনের দায়িত্ব থেকে অপসারণ করা হয়েছে। একইসাথে তদন্ত কমিটি গঠন ও ক্যাম্পাসে প্রবেশে নিষেধাজ্ঞা দিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। শনিবার (২ জানুয়ারি) যবিপ্রবি রেজিস্ট্রার প্রকৌশলী মোঃ আহসান হাবীব সাক্ষরিত আলাদা তিনটি বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়- যবিপ্রবি কর্মকর্তা উপ-রেজিস্ট্রার মোঃ তহিদুল ইসলামের নাম, ঠিকানা ও মোবাইল নম্বর ব্যবহার করে তথ্য পাচার করে প্রকৌশল ও প্রযুক্তি অনুষদের ডিন ড. মোঃ আমজাদ হোসেন। এ ঘটনায় উপ-রেজিস্ট্রার বিশ্ববিদ্যালয় প্রশাসন বরাবর অভিযোগ করলে এর প্রেক্ষিতে যবিপ্রবির এনএফটি বিভাগের অধ্যাপক ড. মোঃ ওমর ফারুককে আহ্বায়ক, শরীর চর্চা শিক্ষা দপ্তরের পরিচালক অধ্যাপক ড. মোঃ শাহেদুর রহমানকে সদস্য সচিব ও ডিনস কমিটির আহ্বায়ক ড. মোঃ কোরবান আলীকে সদস্য করে তিন সদস্য বিশিষ্ট তদন্ত কমিটি গঠন করে বিশ্ববিদ্যালয় প্রশাসন। এছাড়া পৃথক আরেকটি বিজ্ঞপ্তিতে জানানো হয়, তদন্ত চলাকালীন অভিযুক্ত ডিন ড. ইঞ্জি. আমজাদ হোসেনকে ছুটি প্রদান করে ও ওই অনুষদে ইইই বিভাগের সহযোগী অধ্যাপক ড. ইঞ্জি. ইমরান খান ভারপ্রাপ্ত ডিনের দায়িত্ব প্রদান পালন করবেন। তাছাড়া আরেকটি বিজ্ঞপ্তিতে বলা হয়, সুষ্ঠু তদন্তের স্বার্থে তথ্য পাচারের ঘটনায় অভিযুক্ত ডীন ড. ইঞ্জি. আমজাদ হোসেনকে ৩ জানুয়ারি থেকে ছুটিতে যাওয়ার নির্দেশ প্রদান করা হয়। একইসাথে ক্যাম্পাসে প্রবেশ ও অবস্থান না করার জন্য বলা হয়। উল্লেখ্য, গত ৩০ ডিসেম্বর’২৫ অন্যের নাম ব্যবহার করে যশোর কেন্দ্রীয় পোস্ট অফিস তথ্য পাঠাতে গিয়ে ধরা পড়েন যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (যবিপ্রবি) এর ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং (ইইই) বিভাগের সহযোগী অধ্যাপক এবং প্রকৌশল ও প্রযুক্তি অনুষদের ডিন মোঃ আমজাদ হোসেন ড. ইঞ্জি.। এ ঘটনায় ভুক্তভোগী উপ-রেজিস্টার তার বিরুদ্ধে যশোর কোতোয়ালি থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেন।

Ad for sale 100 x 870 Position (2)
Position (2)
Ad for sale 225 x 270 Position (3)
Position (3)
Ad for sale 225 x 270 Position (4)
Position (4)