স্পন্দন ডেস্ক : ‘জাতীয় প্রযুক্তি ও মমতায়, কল্যাণ ও সমতায় আস্থা আজ সমাজসেবায়’ প্রতিপাদ্যে যশোরসহ বিভিন্নস্থানে শনিবার নানা আয়োজনে জাতীয় সমাজসেবা দিবস উদযাপিত হয়েছে। প্রতিনিধিদের পাঠানো বিস্তারিত খবর-
যশোর :
অনুষ্ঠানের মধ্যে ছিল র্যালি, উপকরণ, বয়স্ক ভাতার বই বিতরণ। জেলা প্রশাসন ও জেলা সমাজসেবা কার্যালয়ের উদ্যোগে র্যালি বের হয়। কালেক্টরেট চত্বরে র্যালির উদ্বোধন করা হয়। প্রধান অতিথি হিসেবে বেলুন ও ফেস্টুন উড়িয়ে র্যালির উদ্বোধন করেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) সুজন সরকার। তিনি বলেন- সমাজসেবা কার্যালয় সমাজের তৃণমূল, অসহায় মানুষকে সেবা দেয়। যাদের পাশে কেউ থাকে না, তাদের বাছাই করে সেবা দেয় । সকলকে সমাজসেবা কার্যালয়ের পাশে এসে দাড়াতে হবে। আর যারা সমাজের অবহেলিত ব্যক্তি তাদের তথ্য জেলা প্রশাসনকে দেয়ার আহবান জানানো হয়। এ সময় উপস্থিত ছিলেন জেলা সমাজসেবা কার্যালয়ের উপ-পরিচালক হারুন অর রশীদ, সহকারী পরিচালক সাইফুল ইসলাম, প্রেসক্লাব যশোরের সভাপতি জাহিদ হাসান টুকুন, জয়তী সোসাইটির নির্বাহী পরিচালক অর্চনা বিশ্বাস, জেলা প্রতিবন্ধী বিষয়ক কর্মকর্তা মুনা আফরিন, বাঁচতে শেখার প্রশাসনিক কর্মকর্তা দীপক কুমার রায়সহ অন্যান্যরা। র্যালি শেষে জেলা সমাজসেবা কার্যালয় ও জেলা প্রতিবন্ধী সেবা ও সাহায্য কেন্দ্রের উদ্যোগে প্রতিবন্ধীদের মাঝে ৬টি হুইলচেয়ার, ২টি টাই সাইকেল, ৪জনকে বয়স্ক ভাতার বই, ২৬টি কম্বোল, ২৬টি মাক্স বিতরণ করা হয়।
ফুলতলা (খুলনা) :
বেলা ১১ টায় ফুলতলা উপজেলা পরিষদ চত্বরে র্যালি বের হয়। পরে উপজেলা পরিষদ মিলনায়তনে সমাজসেবা অফিসার মোঃ ফিরোজ শাহ এর সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার সুচি রানী সাহা। বিশেষ অতিথি ছিলেন উপজেলা নির্বাচন অফিসার মোঃ ইসহাক, মুক্তিযোদ্ধা কমান্ডার কাজী জাফর উদ্দিন, প্রেসক্লাব সভাপতি শামসুল আলম খোকন, সাধারণ সম্পাদক শেখ মনিরুজ্জামান। বেসরকারি উন্নয়ন সংস্থা ও অন্যান্য প্রতিনিধিবৃন্দ বক্তৃতা করেন। সভায় নতুন শনাক্তকৃত প্রতিবন্ধীদের মধ্যে সুবর্ণ নাগরিক কার্ড বিতরণ করা হয়।
পাইকগাছা (খুলনা) :
সকালে র্যালি পরবর্তী উপজেলা পরিষদ মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা প্রশাসন ও উপজেলা সমাজসেবা কার্যালয়ের যৌথ উদ্যোগে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন পাইকগাছা উপজেলা নির্বাহী অফিসার ওয়াসিউজ্জামান চৌধুরী। উপজেলা সমাজসেবা কর্মকর্তা অনাথ কুমার বিশ্বাস এর সভাপতিত্বে আলোচনা সভায় বিশেষ অতিথি ছিলেন সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা সৈকত মল্লিক, উপজেলা কৃষি কর্মকর্তা মোঃ একরামুল হোসেন, বীর মুক্তিযোদ্ধা রনজিৎ কুমার সরকার, সহকারী অধ্যাপক রমেন্দ্রনাথ সরকার। পল্লী সঞ্চয় ব্যাংকের কর্মকর্তা জয়ন্ত কুমার ঘোষের সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, উপজেলা শিক্ষা অফিসার বিদ্যুৎ রঞ্জন শাহা, উপজেলা খাদ্য কর্মকর্তা মোঃ হাসিবুর রহমান, প্রেসক্লাব পাইকগাছার সাধারণ সম্পাদক এম জালাল উদ্দীনসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, মাদ্রাসার শিক্ষার্থী ও সাংবাদিকবৃন্দ।
শ্রীপুর (মাগুরা) :
উপজেলা সমাজসেবা কার্যালয়ের আয়োজনে দিবসটি উপলক্ষে শ্রীপুর উপজেলা পরিষদ চত্বর থেকে বর্ণাঢ্য র্যালি বের হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে সমাজসেবা কার্যালয় প্রাঙ্গণে আলোচনাসভায় মিলিত হয়। আলোচনাসভায় উপজেলা সমাজসেবা কর্মকর্তা আব্দুর রাজ্জাকের সভাপতিত্বে বক্তব্য রাখেন বীর মুক্তিযোদ্ধা মুন্সী আব্দুল কুদ্দুস, বীর মুক্তিযোদ্ধা আবুল বাসার, শ্রীপুর প্রেস ক্লাবের সহ-সভাপতি আশরাফ হোসেন পল্টু, প্রতিবন্ধী স্কুল ও প্রতিশ্রুতি কল্যান সংস্থার সভাপতি সুমন মজুমদার ও শ্রীপুর প্রতিবন্ধী কল্যাণ সংস্থার সভাপতি শেখ মো. আব্দুল্লাহ।
জীবননগর :
দিবসটি উপলক্ষে উপজেলা প্রশাসন ও উপজেলা সমাজসেবা কার্যালয়ের যৌথ উদ্যোগে সকালে উপজেলা পরিষদ চত্বর থেকে বর্ণাঢ্য র্যালি বের করা হয়। র্যালি শেষে উপজেলা পরিষদের সভাকক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভাপতিত্ব করেন জীবননগর উপজেলা সমাজসেবা অফিসার জাকির উদ্দিন মোড়ল। প্রধান অতিথি ছিলেন জীবননগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা মকবুল হাসান। অনুষ্ঠান সঞ্চালনা করেন জীবননগর উপজেলা সহকারী সমাজসেবা কর্মকর্তা গিয়াস উদ্দিন। অতিথি ছিলেন জীবননগর উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা পাভেল রানা, উপজেলা আনসার ভিডিপি কর্মকর্তা মনিরুজ্জামান মনির, জীবননগর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মো. রিপন হোসেন প্রমুখ। আলোচনা সভা শেষে ৫ জন প্রতিবন্ধীকে কার্ড এবং তিনজনকে কম্বল দেয়া হয়।
আশাশুনি :
র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। ফেস্টুন উড়ানো হয়। উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা সমাজ সেবা কর্মকর্তা মোঃ রফিকুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ সাইদুজ্জামান হিমু। এনজিও সমন্বয়কারী আসাদুল ইসলাম আসাদের সঞ্চালনায় সভায় বিশেষ অতিথি ছিলেন ও অন্যরা বক্তব্য রাখেন। সমাজ সেবামূলক কার্যক্রমে বিশেষ অবদান রাখায় শ্রেষ্ঠ ইউনিয়ন সমাজ কর্মী মোঃ সেলিম শাহরিয়ার, শ্রেষ্ঠ এনজিও কর্মী আইডিয়ালের সুব্রত বাছাড়, বারসিক এনজিওর আসাদুল ইসলাম আসাদকে সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়।
মহম্মদপুর (মাগুরা) :
উপজেলা প্রশাসন ও উপজেলা সমাজসেবা কার্যালয়ের উদ্যোগে র?্যালি ও আলোচনা সভা মাধ্যমে করা হয়। আলোচনা সভায় উপজেলা সমাজসেবা অফিসার মো: আব্দুর রব’র সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মুহ: শাহনুর জামান। বিশেষ অতিথির বক্তব্য রাখেন-কাজী সালিমাহক মহিলা কলেজের অধ্যক্ষ এস এম ইউনুচ আলী, মহম্মদপুর থানার ওসি (তদন্ত) মো: আবুল খায়ের, বিশিষ্ঠ সমাজসেবক সাবেক টি এন্ড টি কর্মকর্তা মো: জিয়াউল হক বাচ্চু,বড়রিয়া এ ডব্লিউ সিনিয়র ফাজিল মাদ্রাসার অধ্যক্ষ শরীফ মো: আকতারুজ্জামান, উপজেলা পরিসংখ্যান কর্মকর্তা মো: আব্দুল্লাহ আল মামুন,প্রেসক্লাব মহম্মদপুরের সাধারণ সম্পাদক মো: মাসুদ রানা প্রমূখ। এসময় পূর্ব নারায়ণপুর গোরস্থান এতিমখানার হাফেজ ও সভাপতিসহ স্থানীয় সুধীজন প্রেসক্লাব মহম্মদপুরের সকল সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।
মোরেলগঞ্জ (বাগেরহাট) :
বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। প্রধান অতিথি ছিলেন সহকারী কমিশনার (ভূমি) অতীশ সরকার। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা শিক্ষা কর্মকর্তা সেফাইনুর আরেফিন এবং উপজেলা প্রকৌশলী মো. আরিফুল ইসলাম। সভাপতিত্ব করেন বক্তব্যে সমাজসেবা কর্মকর্তা গৌতম কুমার বিশ্বাস ।
দেবহাটা (সাতক্ষীরা) :
র্যালি ও আলোচনা সভা হয়। সভাপতিত্ব করেন দেবহাটা উপজেলা নির্বাহী অফিসার মিলন সাহা। বক্তব্য রাখেন দেবহাটা উপজেলা সমাজসেবা কর্মকর্তা তরিকুল ইসলাম।
ফকিরহাট (বাগেরহাট) :
র্যালি ও আলোচনা সভা হয়। র্যালি শেষে উপজেলা পরিষদ অডিটোরিয়ামে আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা সুব্রত বিশ্বাস। সহকারী সমাজসেবা কর্মকর্তা নাসির উদ্দিনের সঞ্চালনায় বক্তব্য রাখেন উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা তাহিরা খাতুন, সহকারী প্রোগ্রামার মো: আলমগীর হোসেন প্রমূখ। এসময় ১০জন উপকারভোগীকে ২ লাখ ৪০ হাজার টাকা সুদমুক্ত ঋণ বিতরণ করা হয়। এছাড়াও দুইজনকে প্রতিবন্ধী কার্ড প্রদান করা হয়েছে।
দাকোপ :
আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা পরিষদ কার্যালয়ের সেমিনার কক্ষে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তৃতা করেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ বোরহান উদ্দিন মিঠু। সমাজসেবা কর্মকর্তা প্রজিত রায়ের সভাপতিত্বে বক্তৃতা করেন উপজেলা স্বাস্থ্য ও প.প. কর্মকর্তা ডাঃ সুদীপ বালা, উপজেলা নির্বাচন কর্মকর্তা মোঃ রবিউল ইসলাম, দাকোপ প্রেসক্লাবের সভাপতি মোঃ শামিম হোসেন, সহসভাপতি আজগর হোসেন ছাব্বির, বীরমুক্তিযোদ্ধা মনোজ কান্তি রায়, কনিকা বৈরাগী এবং মোঃ তানজিল হোসেন। অনুষ্ঠানটি পরিচালনা করেন সহকারী সমাজসেবা অফিসার মেহেদী হাসান।