Ad for sale 100 x 870 Position (1)
Position (1)

ঝিনাইদহের চারটি আসনে ২৩ প্রার্থীর মনোনয়নপত্র বৈধ, বাতিল ৪

এখন সময়: সোমবার, ৫ জানুয়ারি , ২০২৬, ১০:২৭:২৭ এম

ঝিনাইদহ প্রতিনিধি : ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঝিনাইদহের চারটি আসনে ২৩ জন প্রার্থীর মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়েছে। ঝিনাইদহ-১ (শৈলকুপা) ও ঝিনাইদহ-৪ (কালীগঞ্জ ও সদরের একাংশ) আসনে চারজন প্রার্থীর মনোনয়ন বাতিল করা হয়েছে। এর মধ্যে একজন ইসলামী আন্দোলন বাংলাদেশের এবং বাকি তিনজন স্বতন্ত্র প্রার্থী। শনিবার (৩ জানুয়ারি) মনোনয়নপত্র যাচাই-বাছাই শেষে এ ঘোষনা দেন জেলা রিটার্নিং কর্মকর্তা ও ঝিনাইদহের জেলা প্রশাসক মো. আব্দুল্লাহ আল মাসউদ। জেলা প্রশাসকের কার্যালয়ের মিলনায়তন কক্ষে সকাল থেকে দুপুর পর্যন্ত চলে মনোনয়ন যাচাই বাছাইয়ের কার্যক্রম। জেলা রিটার্নিং কার্যালয় থেকে জানানো হয়, ঝিনাইদহ-১ আসনে ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থী আলম বিশ্বাস ঋণ খেলাপী। যে কারণে তার মনোনয়ন পত্র বাতিল করা হয়েছে। আর ঝিনাইদহ-৪ আসনে ৩ জন স্বতন্ত্র প্রার্থীর মনোনয়নপত্র বাতিল ঘোষণা করা হয়। প্রার্থীরা হলেন, মুর্শিদা জামান পপি, ওবাইদুল হক রাসেল ও মীর আমিনুল ইসলাম। এর মধ্যে গত বৃহস্পতিবার মনোনয়নপত্র প্রত্যাহারের আবেদন করেন বিএনপির সাবেক এমপি এম.শহিদুজ্জামান বেল্টুর স্ত্রী ও জেলা বিএনপির উপদেষ্টা মুর্শিদা জামান পপি। হলফনামায় এই তিন স্বতন্ত্র প্রার্থী নীতিমালা অনুযায়ী নিজ আসনের ১ শতাংশ ভোটারের স্বাক্ষর ও ভোটার তথ্য যুক্ত করতে ব্যর্থ হওয়ায় তাদের মনোনয়নপত্র বাতিল ঘোষণা করা হয়। জেলার ৪টি সংসদীয় আসনে ২৭টি মনোনয়নপত্র জমা পড়ে। যাচাই-বাছাই শেষে নির্বাচন কমিশনের বিধিমালা অনুযায়ী ২৩ জন প্রার্থীর মনোনয়ন বৈধ ঘোষণা করা হয়। ঝিনাইদহ-১ আসনে বৈধ প্রার্থী ৬জন। তারা হলেন- মো. আসাদুজ্জামান (বিএনপি), মো. মতিয়ার রহমান (এবি পার্টি), মনিকা আলম (জাতীয় পার্টি), মো. সহিদুল এনাম পল্লব মিয়া (বাংলাদেশের সমাজতান্ত্রিক দল, মার্কসবাদী), মো. আসাদুজ্জামান (বাংলাদেশ খেলাফত মজলিস) ও আবু ছালেহ মো. মতিউর রহমান (বাংলাদেশ জামায়াত ইসলামী)। ঝিনাইদহ-২ (সদর ও হরিনাকুন্ডু) আসনে বৈধ প্রার্থী ৬ জন। তারা হলেন- অ্যাডভোকেট এমএ আব্দুল মজিদ (বিএনপি), আলী আজম মোহাম্মদ আবু বকর (বাংলাদেশ জামায়াত ইসলামী), মো. আসাদুল ইসলাম (বাসদ), এইচএম মমতাজুল রহমান ওরফে মমতাজুল করিম (ইসলামী আন্দোলন বাংলাদেশ), মো. আবু তোয়াব (বালাদেশের কমিউনিস্ট পার্টি) ও সাওগাতুল ইসলাম (জাতীয় পার্টি)। ঝিনাইদহ-৩ (কোটচাঁদপুর-মহেশপুর) আসনে বৈধ প্রার্থী ৫ জন। তারা হলেন, মোহাম্মদ মেহেদী হাসান রনি (বিএনপি), অধ্যাপক মো. মতিয়ার রহমান (জামায়াত ইসলামী), মো. সুমন কবির (গণঅধিকার পরিষদ), মাওলানা সরোয়ার হোসেন (ইসলামী আন্দোল বাংলাদেশ) ও মুজাহিদুল ইসলাম (এবি পার্টি)। ঝিনাইদহ-৪ (কালীগঞ্জ ও ঝিনাইদহ সদর আংশিক) আসনে বৈধ প্রার্থী ৬ জন। তারা হলেন- মো. সাইফুল ইসলাম ফিরোজ (স্বতন্ত্র), মো. আবু তালিব (জামায়াত ইসলামী), মো. রাশেদ খাঁন (বিএনপি), আব্দুল জলিল (ইসলামী আন্দোলন বাংলাদেশ), খনিয়া খানম (গণ ফোরাম) ও এমদাদুল ইসলাম বাচ্চু (জাতীয় পার্টি)। এ আসনে বিএনপির মনোনয়ন বঞ্চিত সাইফুল ইসলাম ফিরোজ কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক।

Ad for sale 100 x 870 Position (2)
Position (2)
Ad for sale 225 x 270 Position (3)
Position (3)
Ad for sale 225 x 270 Position (4)
Position (4)