Ad for sale 100 x 870 Position (1)
Position (1)

কলারোয়ায় মাটিবাহী ট্রলি চাপায় প্রাণ গেলো কলেজ ছাত্রীর

এখন সময়: বুধবার, ১৪ জানুয়ারি , ২০২৬, ০১:০৪:৪৩ এম

কলারোয়া প্রতিনিধি: কলারোয়ায় মাটিবাহী ট্রলির চাপায় প্রাণ গেলো সুরাইয়া খাতুন(১৮) নামে এক কলেজ ছাত্রীর। তিনি উপজেলার ছলিমপুর গ্রামের ওজিয়ার রহমান গাজীর মেয়ে। শনিবার (৩ জানুয়ারি) সকাল ৮টার দিকে কলারোয়া বেত্রবতী আদর্শ মাধ্যমিক বিদ্যালয়ের সামনের সড়কে মর্মান্তিক এ ঘটনাটি ঘটে। প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, কলারোয়া সরকারি কলেজের দ্বাদশ শ্রেণির ছাত্রী সুরাইয়া খাতুন প্রতিদিনের ন্যায় প্রাইভেট পড়ার জন্য একটি ইজিবাইকযোগে বাড়ি থেকে কলারোয়ার উদ্দেশ্যে যাচ্ছিলেন। সকাল ৮টার দিকে কলারোয়া বেত্রবতী হাইস্কুলের সামনে আকস্মিকভাবে একটি মাটিবাহী ট্রলি রাস্তা অতিক্রম করার সময় ট্রলি-ইজিবাইকে সংঘর্ষ হয়। এ সময় ইজিবাইকের যাত্রী সুরাইয়া রাস্তায় ছিটকে পড়ে ট্রলির চাকায় পিষ্ট হন। গুরুতর জখম অবস্থায় স্থানীয়রা তাৎক্ষণিক তাকে কলারোয়া হাসপাতালে নিয়ে যান। সেখানে অবস্থার অবনতি হলে দ্রুত সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হলে চিকিৎসকরা জানান তিনি মারা গেছেন। ঘটনার সত্যতা নিশ্চিত করে কলারোয়া থানার অফিসার ইনচার্জ এইচএম শাহিন জানান, এ ঘটনায় আইনানুগ ব্যবস্থা নেয়া হচ্ছে। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। উল্লেখ্য, ২০২৪ সালের ২৭ জানুয়ারি এই মাটিবাহী বাহনের চাপায় মারা যান শেখ আমানুল্লাহ ডিগ্রি কলেজের সহকারী অধ্যাপক মফিজুল ইসলাম। কাকতালীয়ভাবে সেদিনটিও ছিলো শনিবার।

Ad for sale 100 x 870 Position (2)
Position (2)
Ad for sale 225 x 270 Position (3)
Position (3)
Ad for sale 225 x 270 Position (4)
Position (4)