Ad for sale 100 x 870 Position (1)
Position (1)

আতংক কাটছে না কপালিয়া বাজারে : রানা প্রতাপ হত্যায় যুবক আটকের পরদিনই ককটেল বিস্ফোরণ

এখন সময়: রবিবার, ১৮ জানুয়ারি , ২০২৬, ১১:৫৭:৩৮ এম

উৎপল বিশ্বাস, নেহালপুর : যশোরের মণিরামপুর উপজেলার কপালিয়া বাজারে আলোচিত রানা প্রতাপ বৈরাগী হত্যা মামলায় মিজানুর রহমান নামে এক যুবককে আটক করেছে ডিবি পুলিশ। বৃহপতিবার সন্ধ্যায় তথ্যপ্রযুক্তির সহায়তায় বিশেষ অভিযানে তাকে আটক করা হয় বলে জানিয়েছেন পুলিশ। আটক মিজানুর রহমান (৪০) মণিরামপুর উপজেলার মনোহরপুর ইউনিয়নের কুমারঘাটা গ্রামের মৃত আজিজ সরদারের ছেলে। সে রোজিপুর গ্রামের প্রভাষক সঞ্জয় হত্যা মামলার তালিকাভূক্ত আসামী। তাকে আটকের পরদিনই শুক্রবার রাত আনুমানিক ৮টায় কপালিয়া বাজারে ইসলামী ব্যাংকের একটি এজেন্ট শাখাকে লক্ষ্য করে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা গেছে, হঠাৎ বিকট শব্দে কেঁপে ওঠে পুরো বাজার এলাকা। মুহূর্তের মধ্যেই সাধারণ ব্যবসায়ী ও পথচারীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। অনেক দোকানি নিরাপত্তার আশঙ্কায় দ্রুত দোকান বন্ধ করে দেন। বিস্ফোরণে ইসলামী ব্যাংকের এজেন্ট শাখাটি পরিচালনাকারী ফিজাজ উদ্দীনের দোকানের কাঁচের দরজা আংশিক ক্ষতিগ্রস্ত হয়। তবে সৌভাগ্যক্রমে এ ঘটনায় কোনো প্রাণহানি বা গুরুতর আহতের খবর পাওয়া যায়নি। বিস্ফোরণের সময় দোকানে ফিজাজ উদ্দীনের দুইজন কর্মচারী উপস্থিত থাকলেও তারা অক্ষত রয়েছেন। দোকান মালিক ফিজাজ উদ্দীন জানান- তিনি ব্যক্তিগত কাজে কয়েকদিনের জন্য এলাকার বাইরে অবস্থান করছেন। বিস্ফোরণের সময় দোকানে থাকা তার দুই কর্মচারীর নিরাপত্তার কথা বিবেচনা করে তাদের নাম প্রকাশ করা হয়নি। তিনি বলেন, “হঠাৎ এমন ঘটনায় আমরা সবাই আতঙ্কিত। দোকানে নিয়মিত গ্রাহক আসেন, সেখানে এমন বিস্ফোরণ খুবই উদ্বেগজনক।” স্থানীয়রা আরও জানান, গত ৫ জানুয়ারি সন্ধ্যায় কপালিয়া বাজার এলাকায় রানা প্রতাপকে প্রকাশ্যে গুলি করে হত্যা করা হয়। সেই ঘটনার পর থেকেই পুরো এলাকায় চরম উৎকণ্ঠা বিরাজ করছে। স্থানীয়দের ধারণা, ওই হত্যাকাণ্ডের পর আতঙ্ক সৃষ্টি কিংবা এলাকায় অস্থিতিশীল পরিস্থিতি তৈরির লক্ষ্যেই এই বোমা বিস্ফোরণের ঘটনা ঘটানো হয়ে থাকতে পারে। এছাড়াও, কপালিয়া বাজার একটি ব্যস্ত বাণিজ্যিক এলাকা হওয়ায় এবং এজেন্ট শাখাটিতে নিয়মিত গ্রাহকের উপস্থিতি বেশি থাকায় সাধারণ মানুষের মধ্যে ভয় ও আতঙ্ক ছড়ানোর উদ্দেশ্যেও এই বিস্ফোরণ ঘটানো হয়েছে বলে সন্দেহ প্রকাশ করেছেন অনেকেই। রানা প্রতাপ হত্যাকাণ্ডের রেশ কাটতে না কাটতেই আবারও কপালিয়া বাজারে বোমা বিস্ফোরণের এই ঘটনায় নতুন করে সারা এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে। ঘটনার পরপরই মণিরামপুর থানার ওসি (তদন্ত) বদরুজ্জামান ও নেহালপুর পুলিশ ক্যাম্পের ইনচার্জ মোঃ রেজাউল হক ঘটনাস্থলে যান। তারা জানান, কপালিয়া বাজারে ককটেল সদৃশ্য কিছু বিস্ফোরণ ঘটানো হয়েছে। তবে এতে কারো ক্ষয়ক্ষতি হয়নি।

Ad for sale 100 x 870 Position (2)
Position (2)
Ad for sale 225 x 270 Position (3)
Position (3)
Ad for sale 225 x 270 Position (4)
Position (4)