Ad for sale 100 x 870 Position (1)
Position (1)

মাগুরায় শীতকালীন ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন

এখন সময়: বুধবার, ১৪ জানুয়ারি , ২০২৬, ১২:৫৩:৪৫ এম

মাগুরা প্রতিনিধি : ‘ক্রীড়ায় বিকশিত হোক তারুণ্য’ এ স্লোগান নিয়ে মাগুরায় দুই দিনব্যাপী ৫৪ তম জাতীয়,স্কুল,মাদ্রাসা ও কারিগরি শিক্ষা শীতকালীন ক্রীড়া প্রতিযোগিতা-২০২৬ এর শুভ উদ্বোধন হয়েছে। মাগুরা সরকারি বালক উচ্চ বিদ্যালয়ে মঙ্গলবার সকালে দুই দিনব্যাপী এ প্রতিযোগিতার উদ্বোধন করেন জেলা প্রশাসক কার্যালয়ের শিক্ষা ও কল্যাণ শাখার সহকারী কমিশনার মোঃ জাকারিয়া ইসলাম। বক্তব্য রাখেন শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী মো : হারুন উর রশিদ, অতিরিক্ত পুলিশ সুপার ক্রাইম এন্ড অবস মিরাজুল ইসলাম, জেলা শিক্ষা অফিসার (ভারপ্রাপ্ত) প্রদ্যুত কুমার দাস ও সদর উপজেলা শিক্ষা অফিসার আব্দুর রহিম প্রমুখ। দুই দিনব্যাপী প্রতিযোগিতায় ক্রিকেট,ভলিবল,ব্যাডমিন্টন,টেবিল টেনিস,অ্যাথলেটিক্স ও সাইক্লিন এ ৯ টি ইভেন্টে ২ শতাধিক শিক্ষার্থী অংশ নেয়। জাতীয় স্কুল মাদ্রাসা ও কারিগরি শিক্ষা ক্রীড়া সমিতি মাগুরা এ প্রতিযোগিতার আয়োজন করে। বুধবার বিকাল ৩ টায় বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণের মধ্য দিয়ে এ প্রতিযোগিতার সমাপনী হবে।

Ad for sale 100 x 870 Position (2)
Position (2)
Ad for sale 225 x 270 Position (3)
Position (3)
Ad for sale 225 x 270 Position (4)
Position (4)