মোরেলগঞ্জ ( বাগেরহাট) প্রতিনিধি : জাতীয় শিক্ষা সপ্তাহ-২০২৬ উপলক্ষে বাগেরহাট জেলায় মাধ্যমিক স্তরে শ্রেষ্ঠ প্রতিষ্ঠান প্রধান ( প্রধান শিক্ষক) হিসেবে নির্বাচিত হয়েছেন মোরেলগঞ্জের সন্তান মো. কবির হোসেন শেখ। তিনি মোরেলগঞ্জ উপজেলার ঐতিহ্যবাহী চিংড়াখালী মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক হিসেবে দায়িত্ব পালন করে আসছেন। বিষয়টি নিশ্চিত করে উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিস সূত্র জানায়, মঙ্গলবার (১৩ জানুয়ারি) বাগেরহাট জেলা প্রশাসক ও জেলা মাধ্যমিক শিক্ষা অফিসার স্বাক্ষরিত ফলাফল বিবরণীর মাধ্যমে তার এ সম্মানজনক অর্জনের বিষয়টি নিশ্চিত করা হয়। এর পূর্বে গত বৃহস্পতিবার ( ৮ জানুয়ারি) তিনি মোরেলগঞ্জ উপজেলা পর্যায় মাধ্যমিক স্তরে শ্রেষ্ঠ প্রধান শিক্ষক নির্বাচিত হন। প্রধান শিক্ষক মো. কবির হোসেন উপজেলার রামচন্দ্রপুর ইউনিয়নের ঝিলবুনিয়া গ্রামের মো. তোরফান আলী শেখের ছেলে। তিনি ২০১৬ সালের ১৭ ডিসেম্বর এ বিদ্যালয়ের প্রধান শিক্ষক হিসেবে যোগান করে অত্যন্ত সুনামের সাথে দায়িত্ব পালন করে আসছেন। শিক্ষাকতা পেশায় তার প্রায় ২৩ বছরের অভিজ্ঞতা রয়েছে।