Ad for sale 100 x 870 Position (1)
Position (1)

বিইউপির অতিরিক্ত পরিচালক জাহাঙ্গীর কবির মারা গেছেন

এখন সময়: বৃহস্পতিবার, ২২ জানুয়ারি , ২০২৬, ১১:৪৪:১২ এম

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালস (বিইউপি) এর অতিরিক্ত পরিচালক (জনসংযোগ, তথ্য ও প্রকাশনা) জাহাঙ্গীর কবির মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। বুধবার সকাল ৭টা ২০ মিনিটে হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে মৃত্যুবরণ করেন তিনি। জাহাঙ্গীর কবির বাংলাদেশ জনসংযোগ সমিতির আজীবন সদস্য এবং বাংলাদেশ পাবলিক বিশ্ববিদ্যালয় জনসংযোগ সমিতির কোষাধ্যক্ষ। পরিবার সূত্রে জানা যায়, জাহাঙ্গীর কবিরের যশোরের শার্শা উপজেলার উলশী ইউনিয়নের সম্বন্ধকাটি গ্রামের ইদ্রিস আলীর ছেলে। তিনি দুই মেয়ে ও স্ত্রীকে নিয়ে ঢাকার রূপনগর আবাসিক এলাকায় বসাবস করতেন। বিইউপি ক্যাম্পাসে বেলা ১২ টায় প্রথম ও বাদ এশা যশোরের শার্শার সম্বন্ধকাটি ঈদগা মাঠে দ্বিতীয় জানাযা শেষে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়েছে। পরিবার সূত্রে জানা গেছে, বুধবার সকালে বাসায় থাকা অবস্থায় হঠাৎ বুকে ব্যথা অনুভব করলে হাসপাতালে নেয়ার পথে মারা যান তিনি। ঢাকা বিশ্ববিদ্যালয়ের (৯৩-৯৪ শিক্ষাবর্ষ) ইতিহাসের সাবেক ছাত্র জাহাঙ্গীর কর্মজীবন শুরু করেন একটি মানবাধিকার সংস্থায়। এরপর জাতীয় বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টর হিসেবে ২০০৪ সালে যোগদান করেন। ২০১১ সালে বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালস-এ সহকারী পরিচালক (জনসংযোগ) হিসেবে যোগ দেন। জাহাঙ্গীরের খালাতো ভাই ও উলাশী ইউনিয়ন পরিষদের সদস্য সাইফুল ইসলাম জানান, ‘চার ভাই বোনের মধ্যে সবার বড় জাহাঙ্গীর। ছোটবেলা থেকেই মেধাবি হওয়াতে এলাকায় জাহাঙ্গীরের সুপরিচিত বেশি। ব্যক্তিগত জীবনেও তার ১৬ বছর ও ১৩ বছর বয়স দুই মেয়ে রয়েছে। স্ত্রী মেয়েদের নিয়ে তিনি ঢাকায় বসাবস করতেন। বৃদ্ধ বাবা মায়ের আগে জাহাঙ্গীরের এই অকাল মৃত্যুতে স্তব্ধ পুরো এলাকা।

Ad for sale 100 x 870 Position (2)
Position (2)
Ad for sale 225 x 270 Position (3)
Position (3)
Ad for sale 225 x 270 Position (4)
Position (4)