Ad for sale 100 x 870 Position (1)
Position (1)

যশোরে ৫৯ মোবাইল সেট ও টাকা ফিরে পেলেন মালিকরা

এখন সময়: শুক্রবার, ১৬ জানুয়ারি , ২০২৬, ১২:০০:১৯ এম

নিজস্ব প্রতিবেদক : গত ডিসেম্বরে হারিয়ে যাওয়া ৫৯টি মোবাইল ফোন উদ্ধার করেছে যশোর পুলিশের সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন সেল। এছাড়া ভুলবশত বিকাশ ও নগদ নাম্বারে চলে যাওয়া এবং প্রতারণার মাধ্যমে আত্মসাৎ করা ২ লাখ ২৪ হাজার টাকা উদ্ধার করে তা প্রকৃত মালিকদের হাতে বুঝিয়ে দেয়া হয়েছে । বৃহস্পতিবার সকালে জেলা পুলিশ সুপারের কার্যালয়ে এক অনুষ্ঠানে মোবাইল ও টাকা ভুক্তভোগীদের হাতে তুলে দেয়া হয়। এ সময় পুলিশ সুপার সৈয়দ রফিকুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস) আবুল বাশার উপস্থিত ছিলেন। জেলা পুলিশ সূত্রে জানাগেছে, ডিসেম্বর মাসে যশোর জেলায় মোবাইল ফোনসেট হারিয়ে বা চুরি হয়ে যাওয়া জিডি হয় থানায়। এছাড়া নগদ বা বিকাশ অ্যাকাউন্ট থেকে টাকা প্রতারণার মাধ্যমে টাকা হাতিয়ে নেয়া, হোয়াটসঅ্যাপ, ফেসবুক আইডি হ্যাকড করার ঘটনায় যশোরের নয়টি থানায় ভুক্তভোগীরা জিডি করেন। এসব জিডি ও অভিযোগ তদন্ত করে পুলিশের সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন সেল। এরমধ্যে হারিয়ে যাওয়া ৫৯টি মোবাইল ফোনসেট উদ্ধার করা হয়। প্রতারণার মাধ্যমে বিকাশ, নগদসহ অন্যান্য মোবাইল ব্যাংকিং থেকে নিয়ে নেয়া ২ লাখ ২৪ হাজার টাকা উদ্ধার করা হয়েছে। এছাড়া হ্যাকড হওয়া ৬টি ইমো আইডি ও ১৮টি হোয়াটসঅ্যাপ আইডি পুনরুদ্ধার করা হয়। জিডির তদন্তে হারিয়ে যাওয়া ৬ জন ভিকটিমকে উদ্ধার করেছে সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন সেল। বৃহস্পতিবার পুলিশ সুপারের কার্যালয়ে এ অনুষ্ঠানের মাধ্যমে ফিরে পাওয়া মোবাইল ফোন ও নগদ টাকা ভুক্তভোগীদের হাতে তুলে দেয়া হয়।

Ad for sale 100 x 870 Position (2)
Position (2)
Ad for sale 225 x 270 Position (3)
Position (3)
Ad for sale 225 x 270 Position (4)
Position (4)