Ad for sale 100 x 870 Position (1)
Position (1)

ত্রয়োদশ সংসদ নির্বাচন ঘিরে যশোর অঞ্চলে সর্বোচ্চ সতর্ক অবস্থানে বিজিবি : ৪৯ অধিনায়ক

এখন সময়: বৃহস্পতিবার, ২২ জানুয়ারি , ২০২৬, ১১:৪৪:১২ এম

শেখ কাজিম উদ্দিন, বেনাপোল : আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে দুষ্কৃতকারীরা যাতে দেশের শান্তিপূর্ণ পরিবেশকে অস্থিতিশীল করতে না পারে সে লক্ষ্যে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে। নির্বাচনী নিরাপত্তা, সীমান্ত সুরক্ষা ও আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে বিজিবি নিরলসভাবে কাজ করছে বলে জানিয়েছেন যশোর ৪৯ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক (সিও) লেফটেন্যান্ট কর্নেল সাইফুল্লাহ সিদ্দিকী। বৃহস্পতিবার বিকেলে বেনাপোল সদর কোম্পানি ক্যাম্পে প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকদের সঙ্গে এক প্রেস ব্রিফিংয়ে তিনি এসব কথা বলেন। প্রেস ব্রিফিংয়ে লে. কর্নেল সাইফুল্লাহ সিদ্দিকী জানান- বিজিবি নিয়মিতভাবে সীমান্ত এলাকায় অবৈধ অস্ত্র উদ্ধার, জনকল্যাণমূলক কার্যক্রমে অংশগ্রহণ, অভ্যন্তরীণ আইন-শৃঙ্খলা রক্ষা এবং জনসচেতনতামূলক সভার মাধ্যমে স্থানীয় জনগণকে নির্বাচনে অংশগ্রহণে উদ্বুদ্ধ ও সচেতনতা বৃদ্ধির কার্যক্রম পরিচালনা করে আসছে। তিনি বলেন, আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষ্যে যশোর ৪৯ বিজিবি ব্যাটালিয়নের দায়িত্বপূর্ণ এলাকায় গোপালগঞ্জ, নড়াইল ও যশোর-এই তিন জেলার ১৬টি উপজেলার ১১টি সংসদীয় আসনে মোট ২৯ প্লাটুন বিজিবি মোতায়েন করা হবে। নির্বাচনী এলাকায় ১১টি অস্থায়ী বেইজ ক্যাম্প স্থাপন করে বিজিবি মোবাইল ও স্ট্রাইকিং ফোর্স হিসেবে দায়িত্ব পালন করবে। এর মধ্যে সীমান্তবর্তী দুইটি উপজেলায় (শার্শা-চৌগাছা) বিজিবি এককভাবে এবং অন্যান্য উপজেলায় সেনাবাহিনী, পুলিশ, র‌্যাব ও আনসারের সঙ্গে সমন্বয়ের মাধ্যমে যৌথভাবে দায়িত্ব পালন করবে বলে জানান তিনি। লে. কর্নেল সাইফুল্লাহ সিদ্দিকী আরও জানান, তফসিল ঘোষণার পর গত ১১ ডিসেম্বর ২০২৫ তারিখে দায়িত্বপূর্ণ নির্বাচনী এলাকায় অস্থায়ী বেইজ ক্যাম্প স্থাপনের জন্য রেকি কার্যক্রম সম্পন্ন করা হয়েছে। আগামী ২৯ জানুয়ারি থেকে ১ ফেব্রুয়ারি ২০২৬ তারিখের মধ্যে সকল নির্বাচনী দায়িত্বপূর্ণ এলাকায় বিজিবির মোতায়েন সম্পন্ন হবে। মোতায়েনের পর তিন জেলার গুরুত্বপূর্ণ ৭০টি স্থানে অস্থায়ী চেকপোস্ট স্থাপন করে তল্লাশি কার্যক্রম পরিচালনা করা হবে। পাশাপাশি ভোটকেন্দ্রের নিরাপত্তা নিশ্চিত করতে নিয়মিত টহল ও ভোটকেন্দ্র রেকি কার্যক্রম পরিচালনা করা হবে। তিনি বলেন, নির্বাচনী এলাকায় আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে যশোর ৪৯ বিজিবি ব্যাটালিয়ন অন্যান্য আইন-শৃঙ্খলা বাহিনীর সঙ্গে সমন্বয়ের মাধ্যমে ‘অপারেশন ডেভিল হান্ট-২’-এ অংশগ্রহণ করছে। এছাড়াও রিজিয়ন সদর দপ্তর, যশোরের আওতাধীন অবশিষ্ট ছয়টি ব্যাটালিয়ন ১৫টি জেলার ৯২টি উপজেলার ৫১টি সংসদীয় আসনে ৭৯টি অস্থায়ী বেইজ ক্যাম্প স্থাপন করে প্রায় ১৮০ প্লাটুন বিজিবি মোতায়েনের মাধ্যমে নির্বাচনী দায়িত্ব পালন করবে বলে প্রেস ব্রিফিংয়ে জানানো হয়।

Ad for sale 100 x 870 Position (2)
Position (2)
Ad for sale 225 x 270 Position (3)
Position (3)
Ad for sale 225 x 270 Position (4)
Position (4)