Ad for sale 100 x 870 Position (1)
Position (1)

যশোরে হকারকে গাড়িচাপায় হত্যায় মামলা, আসামি চালক সালাম

এখন সময়: রবিবার, ১৮ জানুয়ারি , ২০২৬, ১২:৩২:২৩ এম

নিজস্ব প্রতিবেদক: যশোরে হকার মিজানুর রহমানকে গাড়িচাপায় হত্যার অভিযোগে চালক আব্দুস সালামের বিরুদ্ধে কোতয়ালি থানায় মামলা হয়েছে। শুক্রবার রাতে নিহত মিজানুর রহমানের ছেলে শিলন রেজা বাদী হয়ে এ মামলা করেছেন। আব্দুস সালাম ঢাকা মেট্রো-ট- ১৬-৩৪২০ কাভার্ড ভ্যানের চালক। মামলার অভিযোগে জানা গেছে, যশোর সদরের নওদাগ্রামের মিজানুর রহমান বৃহস্পতিবার সন্ধ্যায় বেকারির মালামাল বিক্রি করে টাকা আদায় করে বাইসাইকেলে নতুন খয়েরতলা থেকে নিউ মার্কেটের দিকে যাচ্ছিলেন। পথিমধ্যে চাকলাদার কাউন্টারের সামনে পৌঁছালে পিছন দিক থেকে আসা কাভার্ড ভ্যান মিজানুর রহমানকে চাপা দেয়। আশপাশের লোকজন এগিয়ে আসলে কাভার্ড ভ্যান ফেলে চালক পালিয়ে যায়। গুরুতর আহত মিজানুরকে হাসপাতালে নেয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। চালকের নাম সংগ্রহ করে তিনি থানায় এ মামলা করেছেন।

Ad for sale 100 x 870 Position (2)
Position (2)
Ad for sale 225 x 270 Position (3)
Position (3)
Ad for sale 225 x 270 Position (4)
Position (4)