Ad for sale 100 x 870 Position (1)
Position (1)

ফকিরহাটে খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় দোয়া

এখন সময়: রবিবার, ১৮ জানুয়ারি , ২০২৬, ১২:২৮:৪৬ এম

ফকিরহাট (বাগেরহাট) প্রতিনিধি: বাগেরহাটের ফকিরহাট উপজেলা বিএনপি ও সকল অঙ্গ সংগঠনের উদ্যোগে তিনবারের সাবেক সফল প্রধানমন্ত্রী মরহুমা বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনা করে দোয়া মাহফিল ও স্বরণসভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বিকেল ৫টায় মুলঘর সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে এই দোয়া অনুষ্ঠানের আয়োজন করা হয়। উপজেলা বিএনপি নেতা শেখ ইফতেখার আহেম্মদ পলাশের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাগেরহাট-১ আসনের বিএনপি মনোনিত প্রার্থী কপিল কৃষ্ণ মন্ডল। প্রধান বক্তা ছিলেন ইভেন্ট ও প্রকাশনা উপ-কমিটি এবং বিএনপির রিসার্স সেলের আহবায়ক আমীর আমজা শাথিল। উপজেলা স্বেচ্ছাসেবকদলের আহবায়ক কাজি মইন উদ্দিন মেরুর সঞ্চালনায় এতে আরো বক্তব্য রাখেন বিএনপি নেতা মোড়ল কামরুজ্জামান, উপজেলা যুবদলের ভারপ্রাপ্ত আহবায়ক মোল্লা রাজু আহেম্মদ, সদস্য সচিব শেখ দেলোয়ার হোসেন। অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন বিএনপি নেতা আলমগীর কবির, বিশিষ্ট সমাজসেবক আমীন উল্লাহ বাবলা, ইউনিয়ন বিএনপি নেতা আব্দুল হাই ফারাজী, শেখ শরিফুল ইসলাম, অ্যাড: মাসুম বিল্লাহ, মুক্তাদির হোসেন, রবিউল ইসলাম, আবু সুফিয়ান ও মিরাজুল ইসলাম রাজসহ বিভিন্ন নেতৃবৃন্দ। দোয়া পরিচালনা করেন খতিব হাফেজ মো: মনিরুল ইসলাম মন্টু। অপরদিকে, একই দিন দুপুরে উপজেলা বিএনপি ও সকল সহযোগী সংগঠনের আয়োজনে ডাকবাংলাস্থ দলীয় কার্যালয় চত্বরে অনুরূপ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন বাগেরহাট-১ আসনের বিএনপি মনোনীত ধানের শীষ প্রতীকের প্রার্থী কপিল কৃষ্ণ মন্ডল। এতে আরো উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপি’র সভাপতি শেখ কামরুল ইসলাম গোরা, সাংগঠনিক সম্পাদক খান লিয়াকত আলী, নোমান আল মেহেদী, বিএনপি নেতা কবির হোসেন, জেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক যুগ্ম আহবায়ক এম এ সালাম, কৃষকদল নেতা আউব চৌধুরী, যুবদল নেতা রফিকুল ইসলাম প্রমুখ।

Ad for sale 100 x 870 Position (2)
Position (2)
Ad for sale 225 x 270 Position (3)
Position (3)
Ad for sale 225 x 270 Position (4)
Position (4)