নিজস্ব প্রতিবেদক: ইয়াং টাইগার্স অনূর্ধ্ব-১৬ বিভাগীয় ক্রিকেট প্রতিযোগিতায় দ্বিতীয় জয় পেয়েছে যশোর জেলা দল। শনিবারের খেলায় তারা ১২৩ রানের বড় ব্যবধানে চুয়াডাঙ্গা জেলা দলকে পরাজিত করে। নড়াইল স্টেডিয়ামে অনুষ্ঠিত খেলায় টসে জিতে যশোর জেলা প্রথমে ব্যাট করতে নেমে আসাদুল্লাহ ব্যাটিং নৈপূণ্যে নির্ধারিত ৫০ ওভারে ৭ উইকেট হারিয়ে ২৫৩ রান সংগ্রহ করে। দলের পক্ষে আসাদুল্লাহ ১৩টি চারের বাউন্ডারির সাহায্যে ১১৯ রান, অর্ঘ্য ঘোষ ২৪, আশাফাকুজ্জামান ২৭, সিয়াম হোসাইন-১৭, মিরাজ ১৪, রবিউল ইসলাম ১৩ রান সংগ্রহ করেন। অতিরিক্ত থেকে আসে ২৩ রান। চুয়াডাঙ্গা জেলা দলের পক্ষে নাহিদ সিদ্দিক ,রফিকুল ইসলাম ২টি করে ও তৌহিদুল ইসলাম ১ উইকেট লাভ করেন। রান আউটের মাধ্যমে দুই উইকেটের পতন ঘটে। জয়ের লক্ষ্যে চুয়াডাঙ্গা জেলা দল পরে ব্যাট করতে নামলে ব্যাটসম্যানদের ব্যার্টিং ব্যর্থতায় ৩৯ ওভার ৪ বলে সব উইকেট হারিয়ে ১৩০ রানে ইনিংস গুটিয়ে যায়। দলের পক্ষে মাহমুদুল হাসান ৩০, ইরফান আহমেদ ২৫, জয়নল আবেদীন ২১, আব্দল্লাহ আমান ১৪, তৌহিদুল ইসলাম ১১, মোস্তাফিজুর রহমান ৯ রান সংগ্রহ করেন। বাকি খেলোয়াড়দের মধ্যে ৩ খেলোয়াড় ১ রান করে বাকি ২ খেলোয়াড় শুন্য হাতে মাঠ ত্যাগ করেন। অতিরিক্ত থেকে আসে ১৭ রান। যশোর জেলা দলের পক্ষে লিখন নাবিদ ২টি করে ও সাগর রবিউল ১টি করে উইকেট লাভ করেন। রান আউটের মাধ্যমে বাকি ৪ উইকেটের পতন ঘটে।