চৌগাছা প্রতিনিধি: যশোরের চৌগাছা প্রেসক্লাবের সহ-দপ্তর সম্পাদক সাংবাদিক লাবলুর রহমানের পিতা সামাউল হোসেন (৮০) ইন্তেকাল করেছেন (ইন্না-লিল্লাহি ওয়া ইন্নাইলাহি রজিউন)। শনিবার (১৭ জানুয়ারি) দুপুরে চৌগাছা উপজেলার নারায়নপুর ইউনিয়নের পেটভরা গ্রামের নিজ বাড়িতে তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন। মরহুম সামাউল হোসেন পেশায় একজন কৃষক ছিলেন এবং নারায়নপুর ইউনিয়ন পরিষদের সাবেক সদস্য হিসেবে দায়িত্ব পালন করেছেন। মৃত্যুকালে তিনি স্ত্রী, দুই ছেলে, তিন মেয়েসহ অসংখ্য আত্মীয়স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন। মরহুমের ছোট ছেলে সাংবাদিক লাবলুর রহমান জানান, তাঁর বাবা দীর্ঘদিন ধরে স্ট্রোকজনিত প্যারালাইসিসে ভুগছিলেন। আছরের নামাজের পরে নারায়নপুর ইউনিয়নের পেটভরা উত্তরপাড়া জামে মসজিদের সামনে মরহুমের জানাজা অনুষ্ঠিত হয়। জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়।