জীবননগর প্রতিনিধি : চুয়াডাঙ্গার জীবননগরে কমিউনিটি ক্লিনিকে চিকিৎসা সরঞ্জামাদি বিতরণ করা হয়েছে। শনিবার বেলা ১১টার দিকে জীবননগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সভাকক্ষে বিভাগীয় কমিশনারের টিআর প্রকল্পের আওতায় জীবননগর উপজেলাধীন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আওতায় ২০টি কমিউনিটি ক্লিনিকে এসব চিকিৎসা সরঞ্জামাদি বিতরণ করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জীবননগর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. কর্মকর্তা মো. আল আমীন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জীবননগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা মো. মকবুল হাসান। বিশেষ অতিথি ছিলেন জীবননগর উপজেলা একাডেমিক সুপারভাইজার সৈয়দ আব্দুল জব্বার, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার মোস্তাফিজুর রহমান সুজন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মুশফিকুর রহমান। চিকিৎসা সরঞ্জামাদির মধ্যে ছিল বেবি ওয়েট মেশিন একটি, বড়দের ওয়েট মেশিন একটি, গ্লুোকোমিটার একটি, গ্লুোকোমিটার স্ট্রিপ-১ বক্স, স্টেথোস্কোপ একটি, বিপি মেশিন একটি, ডিজিটাল থার্মোমিটার একটি ৩ সিটের ওয়েটিং চেয়ার ১১ সেট।