নিজস্ব প্রতিবেদক : শনিবার যশোর সদর উপজেলার কুতুবপুর গ্রামের মাঠে ঐতিহ্যবাহী গরুর গাড়ি দৌড় প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। আয়োজন করে কুতুবপুর,জলকার, জয়রামপুরের যুবসমাজ। গরুর গাড়ি দৌড় প্রতিযোগিতা অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসকের কার্যালয়ের সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ শামিউল আলম। বিশেষ অতিথি ছিলেন রূপালী ব্যাংক পিএলসির এ.জি.এম, মো: শহীদুল ইসলাম। যুবসমাজের পক্ষ থেকে সার্বিক সহযোগিতা ও সভাপতিত্ব করেন এলাকার কৃতি সন্তান সুয়াইব হুসাইন। প্রতিযোগিতায় অংশগ্রহণ করে মোট ২৪ টি দল, প্রতিযোগিতা শেষে পুরস্কার বিতরণী অনুষ্ঠান হয়। সর্বমোট ছয়টি পুরস্কার দেয়া হয়। পুরস্কার হিসেবে আয়োজকরা প্রদান করেন তিনটা বাটন মোবাইল ও তিনটা বাইসাইকেল। প্রথম পুরস্কার পান লেবুতলা গ্রামের সবেদ আলী, দ্বিতীয় পুরস্কার পান রহিমপুর গ্রামের আশরাফুল ইসলাম, তৃতীয় পুরস্কার পান ঘাটখালীর অলিদ।