জীবননগর প্রতিনিধি: চুয়াডাঙ্গার জীবননগরে ইন্সপিরেশন ওয়েলফেয়ার সোসাইটির উদ্যোগে দুস্থ, অসহায় ও প্রতিবন্ধী শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। সোমবার (১৯ জানুয়ারি) বিকেল তিনটায় জীবননগর মিনি স্টেডিয়াম মাঠে প্রায় তিন শতাধিক মানুষের মাঝে কম্বল বিতরণ করা হয়। অনুষ্ঠানে আরটিভির জীবননগর উপজেলা প্রতিনিধি ওমর ফারুকের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন ইন্সপিরেশন ওয়েলফেয়ার সোসাইটির সাধারণ সম্পাদক সৈয়দা মুনিরা ইসলাম। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন জীবননগর উপজেলা সমাজসেবা কর্মকর্তা জাকির উদ্দিন মন্ডল, জীবননগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি, অপারেশন) আতিয়ার রহমান, জীবননগর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক রিপন হোসেন, জীবননগর সাংবাদিক সমিতির সভাপতি আতিয়ার রহমান, ঝিনাইদহ টেলিভিশন ফোরামের সভাপতি ও আরটিভির ঝিনাইদহ প্রতিনিধি বিএম শিপলুজ্জমান, বার্তা২৪.কমের চুয়াডাঙ্গা জেলা প্রতিনিধি ও দৈনিক সময়ের সমীকরণ-এর সহকারী বার্তা সম্পাদক ফেরদৌস ওয়াহিদ এবং সাংবাদিক জাহিদুল ইসলাম কাজল।