নিজস্ব প্রতিবেদক: যশোরে মানসিক ভারসাম্যহীন মিন্টু মিয়া (৪০) নামে এক যুবকের ঝুলন্ত মরহেদ উদ্ধার হয়েছে। রোববার ভোরে কোতোয়ালি থানা পুলিশ একটি কাঁঠাল গাছ থেকে তার মরদেহটি উদ্ধার করে। দুপুরে লাশের ময়নাতদন্ত যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালের মর্গে সম্পন্ন হয়েছে। নিহত মিন্টু মিয়া শ্যামনগর গ্রামের মৃত আব্দুল গফুরের ছেলে। নিহতের স্ত্রী আন্না খাতুন জানান, আমার স্বামী মিন্টু দীর্ঘদিন ধরে মানসিক ভারসাম্যহীনতায় ভুগছিলেন। শনিবার গভীর রাতে আমি ঘুমানোর পর তিনি ঘরের বাইরে চলে যান। ভোরে তাকে বিছানায় না পেয়ে খোঁজাখুঁজির একপর্যায়ে বাড়ির পাশের একটি কাঁঠাল গাছে তার মরদেহ ঝুলতে দেখে পুলিশে খবর দেন। পুলিশ তার মরদেহ উদ্ধার করে হাসপাতালের মর্গে পাঠায়। আন্না খাতুনের ধারণা, মিন্টু গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন। যশোর কোতোয়ালি মডেল থানার ওসি তদন্ত কাজী বাবুল হোসেন জানান, ময়নাতদন্ত রিপোর্ট আসলে এটি আত্মহত্যা না হত্যা নিশ্চিত হওয়া যাবে।