নিজস্ব প্রতিবেদক: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে যশোর-৩ (সদর) সংসদীয় আসনে জাতীয় গণতান্ত্রিক পার্টি (জাগপা) মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী মো.নিজামদ্দিন অমিত চশমা প্রতীকের পক্ষে নির্বাচনী হ্যান্ডবিল বিতরণ করেছেন। রোববার সকাল ১১টার দিকে যশোর শহরের বড় বাজার, হাটখোলা রোড, গোহাটা রোড, এম কে রোড, মাছ বাজার, কাঁচা বাজারসহ পৌর এলাকার বিভিন্ন স্থানে এ হ্যান্ডবিল বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়। এ সময় প্রার্থী মো. নিজামদ্দিন অমিত সাধারণ ভোটারদের সঙ্গে কুশল বিনিময় করেন এবং আসন্ন নির্বাচনে চশমা প্রতীকে ভোট দেওয়ার আহ্বান জানান। হ্যান্ডবিল বিতরণকালে উপস্থিত ছিলেন জাগপা জেলা শাখার সহ-সাধারণ সম্পাদক খন্দকার জাহিদ হাসান, সাংগঠনিক সম্পাদক আনোয়ার হোসেন মধু, জেলা শাখার নেতা সিরাজুল ইসলাম, আমিনুর ইসলাম, রিয়াজ হোসেন, রাজু মোল্লা, মোহাম্মদ বাবু, আনছারুল হক, হাবিবুর রহমানসহ দলের অন্যান্য নেতাকর্মীরা।