মাগুরা প্রতিনিধি : আসন্ন ত্রয়োদশ নির্বাচন মাগুরা জেলা রিটার্নিং অফিসারের কার্যালয়ে বুধবার সকাল ১১ টায় মাগুরার দুটি আসনের ১১ প্রার্থীর মধ্যে প্রতীক বরাদ্দ সম্পন্ন হয়েছে । জেলা প্রশাসক ও জেলা রিটার্নিং অফিসার মোহাম্মদ আব্দুল্লাহ আল মাহমুদ দুটি আসনের প্রার্থীদের হাতে প্রতীক তুলে দেন। এ সময় মাগুরা পুলিশ সুপার মোঃ হাবিবুর রহমানসহ সরকারি কর্মকর্তাসহ বিভিন্ন দলের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। জেলা নির্বাচন অফিসার ফারাজি বেনজির আহমেদ প্রথমে চূড়ান্ত প্রার্থীদের নির্বাচনী আচরণবিধি অবগত করান। তিনি বলেন, বর্তমানে মাগুরা- ১ আসনে চূড়ান্ত প্রার্থী তালিকার মধ্যে রয়েছেন ৭ জন ও মাগুরা- ২ আসনে রয়েছেন ৪ জন প্রার্থী । আজ বুধবার এসব প্রার্থীদের মাঝে প্রতীক ববাদ্দ করা হয়েছে। মাগুরা -১ আসনে প্রতীকপ্রাপ্ত প্রার্থী হলো বাংলাদেশ সমাজতান্ত্রিক দল বাসদের প্রার্থী শম্পা বসু (মই) গণআধিকার পরিষদের মোঃ খলিলুর রহমান (ট্রাক), বিএনপির প্রার্থী মনোয়ার হোসেন খান( ধানের শীষ) , বাংলাদেশ কংগ্রেসের কাজি রেজাউল (ডাব), জাতীয় পার্টির মোহাম্মদ জাকির হোসেন মোল্লা (লাঙ্গল), জামায়াত ইসলামী বাংলাদেশের প্রার্থী আব্দুল মতিন (দাঁড়িপাল্লা) ও ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থী মো: নাজিরুল ইসলাম (হাতপাখা) । মাগুরা-২ আসনে চূড়ান্ত মনোনীত প্রার্থী জামায়াত ইসলামী বাংলাদেশের প্রার্থী মোঃ মুশতারশেদ বিল্লাহ (দাঁড়িপাল্লা), বিএনপি প্রার্থী অ্যাডভোকেট নিতাই রায় চৌধুরী (ধানের শীষ) , ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থী মোস্তফা কামাল ( হাতপাখা) ও জাতীয় পার্টির মশিউর রহমান পেয়েছেন( লাঙ্গল) বৃহস্পতিবার ২২ জানুয়ারি থেকে এ নির্বাচনে চূড়ান্ত প্রতীকপ্রাপ্ত প্রার্থীরা নির্বাচনী আচরণবিধি মেনে প্রচার প্রচারণা শুরু করতে পারবেন।