মাগুরা প্রতিনিধি : মাগুরায় ক্রীড়া পরিদপ্তরের বার্ষিক ক্রীড়াপঞ্জি ২০২৫-২৬ অনুযায়ী জেলা পর্যায়ে মাসব্যাপী ফুটবল প্রশিক্ষণের বাছাই ও শুভ উদ্বোধন সম্পন্ন হয়েছে । মাগুরা সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে অনূর্ধ্ব ১৫ বালক ও মাগুরা সরকারি শিশু পরিবার মাঠে অনূর্ধ্ব ১৫ বালিকাদের বাছাই অনুষ্ঠিত হয়। বাছাই কার্যক্রমে চার উপজেলার শতাধিক বালক ও বালিকা অংশ নেয়।জেলা ফুটবল কোচের তত্ত্বাবধানে ২৫ জন বালক ও ১৫ জন বালিকা মাসব্যাপী প্রশিক্ষণের জন্য বাছাই করা হয়। অনুষ্ঠানের সভাপতি জেলা ক্রীড়া অফিসার বি এম সাজিন ইসরাত, মাগুরা সরকারি বালক উচ্চ বিদ্যালয় এর প্রধান শিক্ষক মোঃ জাহিদুল ইসলাম বক্তব্য রাখেন। জেলা ক্রীড়া অফিসার বলেন, জেলাস খেলাধুলার মান উন্নয়নে জেলা ক্রীড়া অফিস কাজ করছে। ইতোমধ্যে জেলা ক্রীড়া অফিসের আয়োজনে খেলাধূলার বিভিন্ন প্রশিক্ষণ চলমান রয়েছে । তৃণমূল থেকে প্রতিভা অন্বেষণ করে তাদের মানসম্মত প্রশিক্ষণ দেয়ার নিমিত্তে আমাদের এ এই প্রচেষ্টা।