জীবননগর প্রতিনিধি : জীবননগর উপজেলার আলেম-ওলামাদের সাথে মতবিনিময় করেছেন চুয়াডাঙ্গা-২ আসনের ধানের শীষের প্রার্থী ও জেলা বিএনপির সভাপতি মাহমুদ হাসান খান বাবু। বুধবার দুপুর ১২টার দিকে জীবননগরের নূর প্লাজার দ্বিতীয় তলায় এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভা সঞ্চালনা করেন চুয়াডাঙ্গা জেলা খেলাফত মজলিসের সাধারণ সম্পাদক ও নূরানী কিন্ডারগার্টেন মাদ্রাসার পরিচালক হাফেজ মাওলানা জুবায়ের খান। উপস্থিত ছিলেন বাঁকা দারুল উলুম ইসলামিয়া মাদ্রাসার মুহতামিম মাও. আমিরুল ইসলাম আজহারীর, জীবননগর থানা শাখা উলামা পরিষদের সাধারণ সম্পাদক মুফতি শাহ জামাল, হয়রত হুযাইফা (রা.) মাদ্রাসার মুহতামিম মাওলানা হুসাইন আহমাদ, মাওলানা বদরুজ্জামান প্রমুখ।