Ad for sale 100 x 870 Position (1)
Position (1)

মাগুরায় ১০ দলীয় ঐক্য জোটের সংবাদ সম্মেলন

এখন সময়: বৃহস্পতিবার, ২২ জানুয়ারি , ২০২৬, ০১:৩৮:২৪ এম

মাগুরা প্রতিনিধি : চলো একসাথে গড়ি বাংলাদেশ এ শ্লোগান নিয়ে মাগুরা প্রেসক্লাব মিলনায়তনে বুধবার দুপুরে ১০ দলীয় ঐক্য জোটের আয়োজনে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। সংবাদ সম্মেলনে বক্তব্য রাখেন ১০ দলীয় ঐক্য জোট মাগুরা-১ আসনের প্রার্থী প্রার্থী আব্দুল মতিন, মাগুরা-২ আসনের জামায়াত ইসলামী বাংলাদেশের প্রার্থী অধ্যাপক এমবি বাকের, জামায়াত ইসলামী বাংলাদেশ মাগুরা শাখার সেক্রেটারি সাঈদ আহমেদ বাচ্চু, খেলাফত মজলিস মাগুরা শাখার সহসভাপতি ফয়জুল ইসলাম, সাধারণ সম্পাদক প্রার্থী মোঃ সামসুজ্জামান এবং বাংলাদেশ ডেভেলপমেন্ট পার্টির সভাপতি কাজী আওয়াল প্রমুখ। সংবাদ সম্মেলনে বক্তারা বলেন,ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে মাগুরায় ১০ দলীয় ঐক্য জোট পুরো প্রস্তুত রয়েছে। বৃহস্পতিবার থেকে মাগুরা ১০ দলীয় ঐক্য জোট প্রার্থীর পক্ষে পুরোদমে প্রচার- প্রচারণায় নামবে নেতাকমীরা। জুলাই বিপ্লবের স্বপ্নকে সফল করতে আমাদের ১০ দলীয় ঐক্যজোট প্রার্থীকে জয়যুক্ত করতে কাজ করবে সবাই।

Ad for sale 100 x 870 Position (2)
Position (2)
Ad for sale 225 x 270 Position (3)
Position (3)
Ad for sale 225 x 270 Position (4)
Position (4)