Ad for sale 100 x 870 Position (1)
Position (1)

পছন্দের কলেজে ভর্তি হওয়ার সুযোগ পাচ্ছে একাদশের শিক্ষার্থীরা

এখন সময়: সোমবার, ৭ জুলাই , ২০২৫, ০৫:১৩:০৫ পিএম

মিরাজুল কবীর টিটো : ২০২০-২০২১ শিক্ষাবর্ষে একাদশ শ্রেণিতে নির্ধারিত সময়ে কাঙ্খিত কলেজে ভর্তি হতে না পারা শিক্ষার্থীরা পছন্দের কলেজে ভর্তির সুযোগ পাচ্ছে। এক কলেজ থেকে অন্য কলেজে ভর্তির অনুমতি ও আন্তঃশিক্ষা বোর্ডের অনুমতি সাপেক্ষে ভর্তি হওয়ার সুযোগ পাবে তারা। এ জন্য ১ ফেব্রুয়ারি থেকে ৩১ মার্চ পর্যন্ত আবেদনের সময় নির্ধারণ করা হয়েছে। শিক্ষার্থীর আবেদনের ভিত্তিতে ও কাঙ্খিত প্রতিষ্ঠানে আসন শূন্য থাকা ও নির্ধারিত জিপিএ  ভিত্তিতে এ আবেদন করা যাবে । বোর্ডের ওয়েবসাইটে দেয়া কলেজ পরিদর্শক কেএম রব্বানী সাক্ষরিত চিঠির মাধ্যমে এ তথ্য জানা গেছে।

বোর্ড সূত্র জানায়, গত ১ জুন যশোর শিক্ষা বোর্ড থেকে মোবাইলের মাধ্যমে শিক্ষার্থীদের এসএসসির ফলাফল জানিয়ে দেয়া হয়। এরপর শিক্ষা মন্ত্রণালয়ের নির্ধারণ করা প্রথম পর্যায়ে ভর্তির আবেদন সময় ছিল ৯ আগস্ট থেকে ২০ আগস্ট রাত ১২টা পর্যন্ত । ওই শিক্ষার্থী ৩১ আগস্ট থেকে ২ সেপ্টেম্বর পর্যন্ত দ্বিতীয় পর্যায়ের আবেদন এবং ৭ ও ৮ সেপ্টেম্বর তৃতীয় ধাপের আবেদন করার সময় দেয়া হয়। এ সময়ের মধ্যে যারা আবেদন করতে ব্যর্থ হয় সেসব শিক্ষার্থীদের কলেজে শূন্য আসন থাকা ও নূন্যতম জিপিএ থাকা সাপেক্ষে ৯ও ১০ ডিসেম্বর অনলাইনে আবেদন করার সর্ব শেষ সময় দেয়া হয়েছিল। কিন্তু এই সময়ের মধ্যেও যেসব শিক্ষার্থী তাদের কাঙ্খিত কলেজের ভর্তি হতে পারেনি তাদের জন্য এই সুযোগ দেয়া হল। ১ ফেব্রুয়ারি থেকে ৩১ মার্চ পর্যন্ত শিক্ষার্থীদের বর্তমান কলেজের ইন্সটিটিউিট প্যানেল থেকে আবেদন দাখিল করতে হবে। ভর্তিচ্ছুক কলেজ আবেদন অনুমোদন  করবে। এজন্য ফি জমা দিয়ে যশোর শিক্ষা বোর্ডের ওয়েবসাইটে আবেদন করলে ইন্সটিটিউট প্যানেলে আবেদনের পত্র পাওয়া যাবে। অনুমতি পাওয়ার পর ভর্তিকৃত কলেজ থেকে ছাড়পত্র নিয়ে ১৫ দিনে মধ্যে ভর্তির সকল প্রক্রিয়া সম্পন্ন করতে হবে। ছাড়পত্র প্রদানকালে সংরক্ষিত একাডেমি ট্রান্সক্রিপ প্রদান করতে হবে। ভর্তি নেয়া কলেজের অধ্যক্ষকে সেটা নিজ দায়িত্বে সংরক্ষণ করতে হবে। ছাড়পত্র প্রদানকারী কলেজ যে মাসে ছাড়পত্র দেবে শুধু সেই মাসের বেতন নিতে পারবে। পরবর্তী মাসের বেতন নেবে ভর্তিকৃত কলেজ।

 

Ad for sale 100 x 870 Position (2)
Position (2)
Ad for sale 225 x 270 Position (3)
Position (3)
Ad for sale 225 x 270 Position (4)
Position (4)