পলাশ সভাপতি মনিরুজ্জামান সম্পাদক :রূপসায় স্বাধীনতা শিক্ষক পরিষদের দ্বি-বার্ষিক সম্মেলন

এখন সময়: শুক্রবার, ২৯ মার্চ , ২০২৪, ০৯:৩৮:১৪ পিএম

রূপসা প্রতিনিধি : শিক্ষকদের উপর রাজনৈতিক মনোভাব, বিভিন্ন সময়ে অহেতুক শিক্ষক হয়রানি, শিক্ষকদের উপর খামখেয়ালী ভাবে নির্যাতন, নিপীড়ন এবং সর্বোপরি তাদের বিপদের সময় বিভিন্ন ভাবে সহযোগিতার মনোভাব নিয়ে অবশেষে রূপসার ২১ টি মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষকদের পুরাতন সকল সংগঠন বিলুপ্ত করে রূপসায় গঠিত হলো স্বাধীনতা শিক্ষক পরিষদ নামে একটি শক্তিশালী সংগঠন। ৩ মার্চ আনন্দঘন ও উৎসবমুখর পরিবেশে এ সংগঠনের অগ্রযাত্রা শুরু হলো। সর্বসম্মতিক্রমে সংগঠনের সভাপতির দায়িত্ব পান সাবেক রুমাশিস নেতা, নৈহাটি মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক রবিউল ইসলাম পলাশ, সাধারণ সম্পাদক নির্বাচিত হন বেলফুলিয়া ইসলামিয়া মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো: মনিরুজ্জামান এবং কোষাধ্যক্ষ মনোনীত হন বাগমারা সামছুর রহমান মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক হায়দার আলী। সংগঠনের দ্বি-বার্ষিক সম্মেলন অনু্িষ্ঠত হয় বেলফুলিয়া ইসলামিয়া মাধ্যমিক বিদ্যালয় মিলনায়তনে। সম্মেলনে প্রধান অতিথির বক্তৃতা করেন জেলা কৃষকলীগ সভাপতি, ইউপি চেয়ারম্যান অধ্যাপক আশরাফুজ্জামান বাবুল। সম্মেলনের উদ্বোধক ও প্রধান বক্তা ছিলেন স্বাধীনতা শিক্ষক পরিষদের কেন্দ্রীয় কমিটির সদস্য ও বিভাগীয় সমন্বয়কারী মো: দেলোয়ার হোসেন। বিশেষ অতিথি ছিলেন স্বাশিপ খুলনা জেলা শাখার আহবায়ক অজয় কুমার চক্রবর্তী, যশোর জেলা শাখার সাধারণ সম্পাদক নজরুল ইসলাম বুলবুল। জেবিএম উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল্লাহ হেল বাকীর সভাপতিত্বে স্বাগত বক্তৃতা করেন বেলফুলিয়া ইসলামিয়া মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. মনিরুজ্জামান। শুভেচ্ছা বক্তৃতা করেন নৈহাটি মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক রবিউল ইসলাম পলাশ। প্রধান শিক্ষক মামুন হক তাপসের পরিচালনায় বক্তৃতা করেন বিশিষ্ট সাংবাদিক সাইফুল ইসলাম বাবলু, প্রধান শিক্ষক কৃষ্ণ পদ রায়, হায়দার আলী, জাহিদুল ইসলাম, আবুদারদা মো: আরিফ বিল্লাহ, শহিদুল ইসলাম, অনুপ বিশ^াস, নৃপেন্দ্রনাথ রায় প্রমুখ। নির্বাচন পরিচালনা করেন আবুদারদা মো: আরিফ বিল্লাহ, জাহিদুজ্জামান এবং শহিদুল ইসলাম।