এক কেজি দইয়ের ভাড়ে ৭২০ গ্রাম, জরিমানা ১৩ হাজার

এখন সময়: শুক্রবার, ২৯ মার্চ , ২০২৪, ০৪:৫৫:৪৪ এম

ফরহাদ খান, নড়াইল: নড়াইলের কালিয়া শহরের একটি দইয়ের দোকানে এক কেজি ভাড়ের (পাত্র) মধ্যে ৭২০ গ্রাম দই পাওয়া গেছে। এছাড়া সর্বোচ্চ পাওয়া গেছে ৭৯২ গ্রাম। এভাবে ওজনে কম দিয়ে ক্রেতাদের কাছ থেকে বেশি টাকা নেয়ায় তিনটি মিষ্টির দোকানে ১৩ হাজার জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। এছাড়া মানসম্মত খাদ্যদ্রব্য তৈরি না করায় একটি বেকারি ও হালিম তৈরির দোকানে সাত হাজার টাকা জরিমানা ছাড়াও অস্বাস্থ্যকর খাবার ধ্বংস করা হয়েছে।

বৃহস্পতিবার (২৬ মে) দুপুরে এ অভিযান পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট কালিয়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) জহুরুল ইসলাম এবং বাংলাদেশ স্ট্যান্ডার্ড অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউটের (বিএসটিআই) ইন্সপেক্টর রঞ্জিত মল্লিক।

এ অভিযানে সন্তোষ প্রকাশ করে বিভিন্ন পেশার মানুষ বলেন, দীর্ঘদিন ধরে কালিয়া শহরসহ বিভিন্ন এলাকার মিষ্টি দোকানিরা কম ওজনে দইসহ অন্যান্য খাদ্যদ্রব্য বিক্রি করে ক্রেতা সাধারণকে ঠকিয়ে আসছেন। শুধু কালিয়ার চিত্রই এমন নয়, দেশের বিভিন্ন এলাকায় ওজনে কম দেয়ার অভিযোগ রয়েছে। আশা করছি সংশ্লিষ্ট কর্তৃপক্ষ বিষয়টি গুরুত্ব সহকারে দেখবে।