Ad for sale 100 x 870 Position (1)
Position (1)

‘১০ বছরের অধিক পুরনো মামলা তিন মাসের মধ্যে নিষ্পত্তির নির্দেশ’

এখন সময়: বুধবার, ২ জুলাই , ২০২৫, ০৮:৪৩:৫২ এম

মাগুরা প্রতিনিধি : মাগুরার জেলা ও দায়রা জজ আদালতের সম্মেলন কক্ষে শনিবার দুপুরে মাগুরা বিচার বিভাগ, জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন ও আইনজীবীদের সাথে মত বিনিময় করেছেন খুলনা বিভাগের এ সংক্রান্ত মনিটরিং কমিটির সভাপতি বাংলাদেশ সুপ্রীম কোর্টের হাইকোর্ট বিভাগের বিচারপতি মোহাম্মদ জাহাঙ্গীর হোসেন। মাগুরার জেলা ও দায়রা জজ মোহাম্মদ কামরুল হাসান সভায় সভাপতিত্ব করেন।

সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, জেলা প্রশাসক ড. আশরাফুল আলম, জেলা পুলিশ সুপার মোহাম্মদ মশিউদ্দৌলা রেজা, জেলা জজ আদালতের জিপি এ্যাডভোকেট মাহবুব মোর্শেদ বাবলা, পিপি অ্যাডভোকেট এস্কেন্দার আজম বাবলু, জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট আবু আইয়ুব বিশ্বাস, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট সাজিদুর রহমান সংগ্রাম প্রমুখ।

বিচারপতি মোহাম্মদ জাহাঙ্গীর হোসেন মতবিনিময় সভায় বলেন, ‘বিচার প্রার্থীদের যেন বছরের পর বছর আদালতে না ঘুরতে হয়, সে জন্য মামলা গুলো দ্রুত নিস্পত্তি করতে হবে। কমিয়ে আনতে হবে মামলা জট। বিচার বিভাগের সাথে সংশ্লিষ্ট সবাইকে এ জন্য একসঙ্গে কাজ করতে হবে। বাংলাদেশের প্রধান বিচারপতি  জনাব হোসেন ফয়েজ সিদ্দিকীর এটাই চাওয়া’।

বিচারপতি জাহাঙ্গীর হোসেন আরো বলেন, ‘১০ বছর ধরে বিচারাধীন রয়েছে এধরনের সব পুরনো মামলা তিন মাসের মধ্যে নিষ্পত্তি করতে হবে। তাহলেই বিচার বিভাগের প্রতি সাধারণ মানুষের আস্থা সবসময় অবিচল থাকবে’। জেলা প্রশাসকের উদ্দেশ্যে তিনি বলেন, ‘জেলা ম্যাজিস্ট্রেটের অধীনে অন্যান্য নির্বাহী ম্যাজিস্ট্রেটগণ যেন দেশের আইন অনুযায়ী তাদের উপর দায়িত্ব সঠিকভাবে পালন করেন সে বিষয়ে সবসময় তারা সতর্ক থাকবেন বলে আশা করি’। পুলিশ প্রশাসনের উদ্দেশ্যে তিনি বলেন, ‘বাংলাদেশের ফোজদারি বিচার ব্যবস্থায় পুলিশের অবদান অনস্বীকার্য। যে কারণে বিচার বিভাগের প্রতি পুলিশের দায়বদ্ধতা অনেক। তদন্ত প্রতিবেদন দাখিলে আরো সচেতন হতে হবে পুলিশকে। স্বাক্ষীরা যেন নিয়মিত আদালতে সাক্ষ্য দিতে আসে সে বিষয়ে সজাগ দৃষ্টি রাখতে হবে’। প্রসঙ্গত, জেলা জজ আদালতের ৫ বছরের পরিসংখ্যানে দেখা গেছে বিচারাধীন পুরনো মামলার সংখ্যা ৫০৭১টি। যার মধ্যে ১০ বছরের অধিক পুরনো বেশ কিছু মামলা রয়েছে।

          

Ad for sale 100 x 870 Position (2)
Position (2)
Ad for sale 225 x 270 Position (3)
Position (3)
Ad for sale 225 x 270 Position (4)
Position (4)