Ad for sale 100 x 870 Position (1)
Position (1)

আশাশুনি মোটরসাইকেল সমিতি নির্বাচনে সভাপতি শাহেদ সেক্রেটারি ফেরদৌস

এখন সময়: রবিবার, ১৩ জুলাই , ২০২৫, ০২:৫৫:৩৪ পিএম

আশাশুনি প্রতিনিধি : আশাশুনি মোটরসাইকেল চালক সমবায় সমিতি লিঃ এর নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। প্রতিদ্ব›িদ্বতা পূর্ণ নির্বাচনে আনিছুর রহমান শাহেদ সভাপতি ও ফেরদৌস হোসেন সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন। শুক্রবার (২৩ সেপ্টেম্বর) এ ত্রিবার্ষিক নির্বাচন অনুষ্ঠিত হয়। মোটর সাইকেল চালক সমিতি কার্যালয়ে সকাল ৮ টা থেকে বিকাল ৪ টা পর্যন্ত ভোট গ্রহণ করা হয়। ৭৫৮ জন ভোটারের মধ্যে ৫৭৩ জন ভোটার ভোটাধিকার প্রয়োগ করেন। সভাপতি পদে ২৪ টা ভোট ও সাধারণ সম্পাদক পদে ২১ টা ভোট বাতিল ঘোষণা করা হয়। সভাপতি পদে আনিছুর রহমান শাহেদ (আনারস প্রতীক) ২৭৯ ভোট পেয়ে নির্বাচিত হয়েছে। প্রতিদ্ব›দ্বী প্রার্থী রুহুল আমিন (ছাতা প্রতীক) ২৭০ ভোট পেয়ে পরাজিত হন। সাধারণ সম্পাদক পদে ফেরদৌস হুসাইন (তালাচাবি প্রতীক) ২৮৪ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। প্রতিদ্ব›িদ্ব প্রার্থী জুলফিকার আলী (বই প্রতীক) পেয়েছেন ২৬৮ ভোট। এরআগে সহসভাতি পদে লোকমান মোড়ল ও কোষাধ্যক্ষ পদে রেজাউল করিম ফুলবাবু বিনা প্রতিদ্ব›িদ্বতায় নির্বাচিত হন। নির্বাচন পরিচালনা করেন নির্বাচন পরিচালনা কমিটির সভাপতি আ.ন.ম আলমগীর কবির, সদস্য মোঃ রবিউল ইসলাম ও রাকিবুল ইসলাম। 

Ad for sale 100 x 870 Position (2)
Position (2)
Ad for sale 225 x 270 Position (3)
Position (3)
Ad for sale 225 x 270 Position (4)
Position (4)