Ad for sale 100 x 870 Position (1)
Position (1)

বেনাপোল বন্দর দিয়ে ৫৬ টাকা কেজি দরে কাঁচা মরিচ আমদানি

এখন সময়: বৃহস্পতিবার, ৮ জানুয়ারি , ২০২৬, ০১:৩৮:২৯ এম

 

স্পন্দন ডেস্ক: যশোরের বেনাপোল স্থলবন্দর দিয়ে ৫৬ টাকা কেজি দরে ভারত থেকে ৪০ মেট্রিক টন কাঁচা মরিচ আমদানি করা হয়েছে।

রোববার দুইটি চালানের মাধ্যমে চারটি ট্রাকে করে এই কাঁচা মরিচ আমদানি হয়। শুল্কায়ন শেষে দুই ট্রাক বন্দর ছেড়ে গেছে। রাতে অবশিষ্ট আরও দুই ট্রাক বন্দর ছাড়ার অপেক্ষায় রয়েছে।

বিকেলে কাঁচা মরিচের দুটি চালান বেনাপোল বন্দর দিয়ে বাংলাদেশে প্রবেশ করে। আমদানিকারক প্রতিষ্ঠান যশোরের ঊষা ট্রেডিং ২০ টন ও অপর আরেকটি প্রতিষ্ঠান ২০ টন মরিচ আমদানি করেছে। ঊষা ট্রেডিংয়ের পণ্য বন্দর থেকে ক্লিয়ারিংয়ের কাজ করেছে সিঅ্যান্ডএফ এজেন্ট প্রতিষ্ঠান রয়েল এন্টারপ্রাইজ।

রয়েল এন্টারপ্রাইজের ব্যবস্থাপক রায়হান কবির বলেন, এক হাজার কেজি কাঁচা মরিচের জন্য এলসি খোলা হয়েছে ২৫০ ডলারে। এর সঙ্গে প্রতি কেজির শুল্কায়ন মূল্য পড়েছে প্রায় ৩৩ টাকা। অর্থাৎ আনুষঙ্গিক খরচ মিলে প্রতি কেজি কাঁচা মরিচের আমদানি মূল্য পড়েছে প্রায় ৫৬ টাকা।

বন্দর ব্যবহারকারীরা জানান, দেশের বাজারে কাঁচা মরিচের মূল্যবৃদ্ধির কারণে এই মরিচ আমদানি করা হচ্ছে। পর্যায়ক্রমে আরও কাঁচা মরিচ আমদানি হবে। বেনাপোল স্থলবন্দরের পরিচালক আবদুল জলিল বলেন, আজ চারটি ট্রাকে করে ভারত থেকে ৪০ মেট্রিক টন কাঁচা মরিচ বেনাপোল বন্দরে পৌঁছেছে। ইতিমধ্যে দুই ট্রাক মরিচ বন্দর ছেড়ে গেছে। আরও দুই ট্রাক রাতে বন্দর ছাড়ার অপেক্ষায় রয়েছে। সূত্র: প্রথম আলো

 

Ad for sale 100 x 870 Position (2)
Position (2)
Ad for sale 225 x 270 Position (3)
Position (3)
Ad for sale 225 x 270 Position (4)
Position (4)