❒বাজার দরে নাকাল ক্রেতা

কাঁচা মরিচের পর উত্তাপ রসুনের দামে

এখন সময়: শনিবার, ২৭ জুলাই , ২০২৪, ০৬:৪৯:১২ এম

 

 

মুর্শিদুল আজিম হিরু : কাঁচামরিচের পর এবার রসুনে দামের উত্তাপ ছড়িয়েছে। যশোরের বাজারে রসুনের দাম কেজিতে ৪০ টাকা বেড়েছে। একেক কেজি রসুন বিক্রি হচ্ছে ১৬০ থেকে ২০০ টাকায়। আকাশ ছোঁয়া সবজির দামও। সেই সাথে চাল, ডাল, আলুসহ অন্যান্য পণ্যেরও উচ্চদাম। বৃহস্পতিবার শহরের বড় বাজার ঘুরে এ তথ্য পাওয়া যায়।

বাজারে কাঁচা মরিচের ঝাঁজ এতোটাই বেশি যা ক্রেতাদের নাগালের বাইরে চলে গেছে। মরিচ আমদানির দাম অর্ধেকে নামলেও প্রতি কেজি কাচা মরিচ বিক্রি হচ্ছে ৪৮০ টাকায়। দেশি পেঁয়াজের কেজি ৭০ টাকা। আমদানিকৃত পেঁয়াজ বিক্রি হয় ৪০ টাকা কেজি। ৩৮ টাকা থেকে ৪০ টাকা প্রতি কেজি আলুর দাম।

বাজারে সবজির দামে নাকাল ক্রেতা। সবজির দামের আগুনে জেরবার তারা। সবজি কেনা দুরহ হয়ে পড়েছে। মানভেদে প্রতি কেজি বেগুন ৯০ টাকা থেকে ১৪০ টাকা। ১০০ টাকা কেজি টমেটো। প্রতি কেজি উচ্ছে ৮০ টাকা। ৬০ টাকা কেজি বরবটি। প্রতি কেজি পটল ৩৫ টাকা থেকে ৪০ টাকা। ৪০ টাকা কেজি মিষ্টি কুমড়া। প্রতি কেজি ঝিঙে ও কুশি ৪০ টাকা কেজি। ৬০ টাকা কেজি ঢেড়স। প্রতি কেজি পুঁই শাক ৩০ টাকা। ৪০ টাকা কেজি কাঁচাকলা। ৮০ টাকা কেজি কচুর লতি। প্রতি কেজি কচুরমুখী ৭০ টাকা কেজি। ৪০ টাকা কেজি বিক্রি পেঁপে।  ৮০ টাকা কেজি কাঁকরোল।

বাজারে চিনির সরবরাহ বাড়লেও দাম কমেনি। প্রতি কেজি খোলা চিনি ১৩০ থেকে ১৩৫ টাকা। ১৪০ টাকা কেজি প্যাকেটজাত চিনি।

প্রতি লিটার বোতলজাত সয়াবিন তেল ১৯০ টাকা। ১৮০ টাকা থেকে ১৮৫ টাকা কেজি খোলা সয়াবিন তেল। প্রতি কেজি সুপার পাম তেল ১৪৫ টাকা থেকে ১৫০ টাকা। ১৪০ টাকা থেকে ১৪৫ টাকা কেজি পাম তেল।

বাজারে চালে দাম আগের মত আছে। প্রতি কেজি স্বর্ণা চাল বিক্রি হয় ৪৫ টাকা থেকে ৪৬ টাকা। ৫০ টাকা থেকে ৫২ টাকা কেজি বিক্রি হয় বিআর-২৮ চাল। প্রতি কেজি বিআর ৪৯-চাল বিক্রি হয় ৫০ টাকা থেকে ৫২ টাকা। ৪৮ টাকা থেকে ৫২ টাকা কেজি বিক্রি হয় বিআর-১০ চাল বিক্রি । প্রতি কেজি মিনিকেট চাল বিক্রি হয় ৫২ টাকা থেকে ৫৬  টাকা। ৬৬ টাকা থেকে ৬৮ টাকা কেজি বিক্রি হয় বাংলামতি চাল।

বাজারে মাছ মাংশের দাম কমেনি। ২০০ টাকা থেকে ২৫০ টাকা কেজি বিক্রি হয় তেলাপিয়া মাছ। প্রতি কেজি রুই-কাতলা মাছ বিক্রি হয় ২৪০ টাকা থেকে ৩৫০ টাকা কেজি। ২০০ টাকা থেকে ২৫০ টাকা কেজি বিক্রি মৃগেল মাছ। প্রতি কেজি ছিলভার র্কাপ মাছ বিক্রি হয় ১৬০ টাকা থেকে ২০০ টাকা কেজি। ২৮০ টাকা থেকে ৪০০ টাকা কেজি বিক্রি হয় শিং মাছ। প্রতি কেজি কই মাছ বিক্রি হয় ১৮০ টাকা থেকে ২২০ টাকা। প্রতি কেজি পাঙ্গাশ মাছ বিক্রি হয় ১৭০ টাকা থেকে ২০০ টাকা।

বাজারে ডালের দাম বাড়েনি। প্রতি কেজি দেশি মসুর ডাল বিক্রি হয় ১৪০ টাকা। ১ শ’ টাকা কেজি বিক্রি হয় আমদানিকৃত মসুর ডাল। প্রতি কেজি ছোলার ডাল বিক্রি হয় ৯০ টাকা। ৬০ টাকা থেকে ৬৫ টাকা কেজি বিক্রি হয় বুটের ডাল। প্রতি কেজি মুগের ডাল বিক্রি হয় ১শ’ টাকা থেকে ১শ’৩০ টাকা। ১৪০ টাকা কেজি বিক্রি হয় কলাইয়ের ডাল।