Ad for sale 100 x 870 Position (1)
Position (1)

শালিখায় ২১৬ মেধাবী শিক্ষার্থীর মাঝে প্রধানমন্ত্রীর উপহার ট্যাব বিতরণ

এখন সময়: রবিবার, ৬ জুলাই , ২০২৫, ০৬:০৮:১৭ এম

 

শালিখা প্রতিনিধি: মাগুরার শালিখায় পরিসংখ্যান ব্যুরোর জনশুমারি ও গৃহগণনা প্রকল্প ২০২১ হতে মেধাবী শিক্ষার্থীদের স্মার্ট নাগরিক গঠনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহার ট্যাব বিতরণ করা হয়েছে। উপজেলা প্রশাসন ও উপজেলা পরিসংখ্যান অফিসের যৌথ আয়োজনে বৃহস্পতিবার সকাল ১১ টায় শালিখা সরকারি স্কুল এন্ড কলেজের মিলনায়তন কক্ষে এ উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ইয়াসমিন মনিরা। বক্তব্য দেন শালিখা উপজেলা পরিষদের চেয়ারম্যান অ্যাড. কামাল হোসেন, উপজেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাড: শ্যামল কুমার দে, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার বীর মুক্তিযোদ্ধা আবু বকর, উপজেলা ভাইস চেয়ারম্যান রেজাউল ইসলাম, মহিলা ভাইস চেয়ারম্যান জেসমিন আক্তার  শাবানা, উপজেলা সহকারী কমিশনার ভূমি উম্মে তাহমিনা মিতু, শালিখা সরকারি টেকনিক্যাল স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) কাজল বরণ বিশ্বাস, শালিখা থানা অফিসার ইনচার্জ মোশাররফ হোসেন।

পরে শালিখা উপজেলার ৩৪ শিক্ষাপ্রতিষ্ঠানের (মাধ্যমিক) ২১৬ মেধাবী শিক্ষার্থীদের মাঝে ট্যাব বিতরণ করা হয়। অনুুুষ্ঠা সঞ্চালনা করেন উপজেলা পরিসংখ্যান কর্মকর্তা নাজমুল হোসেন। 

Ad for sale 100 x 870 Position (2)
Position (2)
Ad for sale 225 x 270 Position (3)
Position (3)
Ad for sale 225 x 270 Position (4)
Position (4)