কয়রা (খুলনা) প্রতিনিধি : বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট উদ্ভাবিত অমৌসুমে তরমুজের আধুনিক উৎপাদন কলা কৌশল শীর্ষক মাঠ দিবস পালন করা হয়েছে। শনিবার ৩০ সেপ্টেম্বর সকাল ১০ টায় বাগালী ইউনিয়নের উলা বাজারে সরেজমিন কৃষি গবেষণা বিভাগ খুলনার আয়োজনে এ মাঠ দিবস অনুষ্ঠিত হয়। সরেজমিন কৃষি গবেষণা ইনস্টিটিউটের প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা ড.হারুনর রশিদের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কৃষি মন্ত্রনালয়ের যুগ্ম সচিব (গবেষণা) ড. সাবিনা ইয়াসমিন। বিশেষ অতিথি ছিলেন সরেজমিন কৃষি গবেষণা ইনস্টিটিউটের উর্ধ্বতন বৈজ্ঞানিক কর্মকর্তা মোঃ কামরুল ইসলাম ও উপজেলা কৃষি অফিসার অসিম কুমার দাস। সরেজমিন গবেষণা কৃষি বিভাগের বৈজ্ঞানিক সহকারী জাহিদ হাসানের পরিচালনায় এতে আরও বক্তব্য রাখেন উপসহকারী কৃষি অফিসার আল মাহফুজ, তরমুজ চাষকৃত কৃষক মোশারফ হোসেন, ফজলুর রহমান, আলাউদ্দিন, হালিমা খাতুন প্রমুখ। অনুষ্ঠানে স্থানীয় কৃষকরা জানায়, এবার এই এলাকায় প্রথম অমৌসুমে তরমুজ চাষ করে ভালো ফলন পেয়েছে। দামও বেশি থাকায় তারা বেশ খুশি। আগামীতে অনেক কৃষক অমৌসুমে তরমুজ চাষ করতে আগ্রহী হয়ে উঠেছে।