❒যশোর সদর সাব রেজিস্ট্রি অফিস

ভলিউম বই থেকে জমির দাগ নম্বর মুছে ফেলার অভিযোগ

এখন সময়: শনিবার, ২৭ জুলাই , ২০২৪, ০৮:৩০:০৭ এম

নিজস্ব প্রতিবেদক : যশোর সদর সাব-রেজিস্ট্রি অফিসে রক্ষিত একটি ভলিউম বই থেকে জমির দাগ নম্বর মুছে ফেলার অভিযোগ উঠেছে । শিমুল আক্তার নামে এক নকলনবিশ ভলিউম বই থেকে জমিটির দাগ নম্বর মুছে ফেলার সাথে জড়িত। নাম প্রকাশ না করার শর্তে সরকারি ওই দপ্তরটির একটি সূত্র এ তথ্য জানিয়েছে। 

সূত্র জানায়, ৩৭ নম্বর ভলিউম বই থেকে ২৭৬১ নম্বর দলিলের জমির দাগ নম্বর কৌশলে মুছে ফেলেছেন ওই নকলনবিশ। জমিটি ১৯৮৮ সালে ঝিকরগাছা রেজিস্ট্রি অফিসে নিবন্ধন হয়। জমিটির ক্রেতা ছিলেন ঝিকরগাছার বহিরামপুর গ্রামের রেজাউল হক, সিরাজুল ইসলাম ও রেবেকা খাতুন। জমির বিক্রেতা ছিলেন একই গ্রামের আব্দুল মালেক ও রোজিনা খাতুন।

সূত্র জানায়, গত ২৪ সেপ্টেম্বর ২৭৬১ নম্বর দলিলের নকল তোলা হয়। স্বপন কুমার নামে স্বাক্ষর করে নকলনবিশ শিমুল আক্তার দলিলের নকল তোলার দরখাস্ত জমা দেন। নকল নম্বর-২৫২৫৮। 

এ ব্যাপারে যশোর সদরের সাব-রেজিস্ট্রার ইমরুল হাসানের দৃষ্টি আকর্ষণ করা হলে বলেন, বিষয়টি খতিয়ে দেখে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।