ক্রীড়া প্রতিবেদক: যশোর প্রিমিয়ার ডিভিশন ক্রিকেটের সুপার লিগ পর্বের শেষ খেলা আজ। খেলাটি অঘোষিত ফাইনালে পরিনত হয়েছে। এ খেলায় লড়বে যশোর ক্রিকেট ক্লাব ও আসাদ ক্রিকেট একাডেমী। উভয় দল আগে ২ টি করে জয় পাওয়ায় আজ শেষ খেলাটি ফাইনালে পরিনত হবে। এদিকে, বুধবার স্থানীয় শামস-উল-হুদা স্টেডিয়ামে অনুষ্ঠিত খেলায় আর এন রোড ক্রীড়া চক্র ৬ উইকেটের ব্যবধানে পরাজিত করে ম্যাগপাই ক্লাবকে। আর এন রোড ক্রীড়া চক্র ৩ খেলায় একটিতে জয় ও ২ টি খেলায় পরাজিত হয়েছে। প্রতিপক্ষ ম্যাগপাই ক্লাব ৩ খেলার সবকটিতেই পরাজিত হয়েছে। টসে জিতে প্রথমে ব্যাট করে ম্যাগপাই ক্লাব। ৪৫ ওভার এক বলে সবকটি উইকেট হারিয়ে ১১৪ রান করে তারা। দলের পক্ষে শহিদুল ২৫,মামুন ২১,সীফাত ১৮, স্বাদ ১৫ রান করেন। অতিরিক্ত থেকে আসে ১৯ রান। আর এন রোড ক্রীড়া চক্রের আরিদুল আকাশ ৯ রানে একাই নেন ৪ টি উইকেট। জবাবে, ২৯ ওভার ২ বলে ৪ উইকেট হারিয়ে জয় পায় আর এন রোড ক্রীড়া চক্র। তাদের শাহারিয়ার ৩৮,আরিদুল আকাশ ৩০,সাকিব ১৩ ও সুমন অপরাজিত ১২ রান করেন। অতিরিক্ত থেকে আসে ১৫ রান। ম্যাগপাই ক্লাবের সিফাত ও শাওন উভয়ে ২ টি উইকেট।