সুব্রত সরকার, মহম্মদপুর (মাগুরা): মাগুরার মহম্মদপুরে বজ্রপাতে দুই যুবকের মৃত্যু হয়েছে। তারা হলো উপজেলার কানুটিয়া গ্রামের জামান মীর্জার ছেলে তন্ময় মীর্জা (২২) এবং চরপাড়া গ্রামের আফরান শেখের ছেলে ওমেদ শেখ (২০)।
বৃহস্পতিবার (২৮ মার্চ) বিকালে বৃষ্টির সময় আকস্মিক বজ্রপাত হলে মাঠে কাজ করা অবস্থায় তাদের মৃত্যু হয়। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স তাদের আনা হলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত্যু ঘোষণা করেন। এঘটনায় মহম্মদপুর থানায় দু’টি অপমৃত্যু মামলা হয়েছে।