Ad for sale 100 x 870 Position (1)
Position (1)

আলমডাঙ্গায় বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণ কার্যক্রম উদ্বোধন

এখন সময়: মঙ্গলবার, ১৫ জুলাই , ২০২৫, ০৩:৪২:৫৩ এম

 

আলমডাঙ্গা অফিস: আলমডাঙ্গায় ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে আউশ ধানের বীজ ও রাসায়নিক সার বিতরণ কার্যক্রমের উদ্বোধন হয়েছে। ২০২৩-২৪ অর্থবছরে খরিপ-১ মৌসুমে কৃষি প্রনোদনা কর্মসূচির আওতায় এই সহায়তা দেয়া হচ্ছে। গতকাল বেলা ১১টার দিকে উপজেলা কৃষি অফিস চত্বরে এ উপলক্ষে একটি অনুষ্ঠানের আয়োজন করা হয়। কৃষি সম্প্রসারণ অধিদপ্তর থেকে এই সহয়াতা পাচ্ছেন কৃষকেরা। প্রত্যেক কৃষক ৫ কেজি বীজ ধান, ডিএপি-১০ কেজি ও এমওপি-১০ কেজি রাসায়নিক সার দেয়া হচ্ছে।

এদিন ধান বীজ ও রাসায়নিক বিতরণ অনুষ্ঠানের উদ্বোধন করেন প্রধান অতিথি চুয়াডাঙ্গা-১ আসনের সংসদ সদস্য সোলায়মান হক জোয়ার্দ্দার ছেলুন। চুয়াডাঙ্গা কৃষিসম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক বিভাস চন্দ্র সাহার সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান আইয়ুব হোসেন, উপজেলা নির্বাহী অফিসার স্নিগ্ধা দাস, আলমডাঙ্গা পৌর মেয়র হাসান কাদির গনু, উপজেলা আওয়ামী লীগের সভাপতি আবু মুছা, সাধারণ সম্পাদক ইয়াকুব আলী মাস্টার ও উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার জিয়াউল হক। স্বাগত বক্তব্য রাখেন আলমডাঙ্গা  উপজেলা কৃষি অফিসার রেহানা পারভীন। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, হার্ডওয়ার সমিতির সভাপতি রিয়াকত আলী লিপু মোল্লা।

Ad for sale 100 x 870 Position (2)
Position (2)
Ad for sale 225 x 270 Position (3)
Position (3)
Ad for sale 225 x 270 Position (4)
Position (4)