Ad for sale 100 x 870 Position (1)
Position (1)

কলারোয়া থানার কার্যক্রম সীমিত পরিসরে শুরু

এখন সময়: রবিবার, ১৩ অক্টোবর , ২০২৪, ০৮:১৬:১৩ পিএম

 

কলারোয়া (সাতক্ষীরা) প্রতিনিধি : সাতক্ষীরা বিজিবি ব্যাটালিয়ন (৩৩ বিজিবি) এর তত্ত্বাবধানে কলারোয়া থানার কার্যক্রম পুনরায় শুরু হওয়া বিষয়ে এক মতবিনিময়সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১০ আগস্ট) কলারোয়া থানা ভবনে অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আশরাফুল হকের নেতৃত্বে কলারোয়া থানার কার্যক্রম শুরু হওয়ার বিষয়ে এ মতবিনিময় সভায় থানার স্বাভাবিক কার্যক্রম শুরু করা ও  এলাকার আইন-শৃঙ্খলা রক্ষাতে সকল প্রকার সহযোগিতা করার আশাবাদ ব্যক্ত করা হয়। মতবিনিময় সভায় বিজিবি ব্যাটালিয়ন উপ অধিনায়ক মেজর  মাহামুদুল হাসান, উপসহকারী পরিচালক মাসুদ রানা, কলারোয়া থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ শাহিন, উপজেলা বিএনপির আহ্বায়ক সাবেক অধ্যক্ষ রইচ উদ্দিন, পৌরসভা বিএনপির সাধারণ সম্পাদক শেখ শরিফুজ্জামান তুহিন, উপজেলা যুব দলের যুগ্ম আহ্বায়ক এমএ হাকিম সবুজ, জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক মমতাজুল ইসলাম চন্দন, উপজেলা জামায়াতের আমির মাস্টার কামরুজ্জামান, জামায়াত নেতা মোঃ দিপু, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের প্রতিনিধিরা, প্রেসক্লাবের সহ-সভাপতি আসাদুজ্জামান আসাদ প্রমুখ। মতবিনিময় সভায় বিভিন্ন শ্রেণি ও পেশার প্রায় অর্ধশত ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। 

 

Ad for sale 100 x 870 Position (2)
Position (2)
Ad for sale 225 x 270 Position (3)
Position (3)
Ad for sale 225 x 270 Position (4)
Position (4)