কলারোয়া (সাতক্ষীরা) প্রতিনিধি : কলারোয়ায় জমি নিয়ে সংঘর্ষের জেরে এবাদুল হক (৬২) নামে এক ব্যক্তিকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। সোমবার (১২ আগস্ট) দুপুরে উপজেলার কেরালকাতা ইউনিয়নের বলিয়ানপুর উত্তর পাড়া গ্রামে এ ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানান, বাড়ির পাশের জমি নিয়ে প্রতিবেশী হযরত আলীর সঙ্গে বিরোধ চলছিল। এরই জেরে পূর্বপরিকল্পনা অনুযায়ী দেশীয় অস্ত্র ও লাঠিসোঁটা নিয়ে এবাদুল হক ও তার পরিবারের সদস্যদের ওপর হামলা চালায় প্রতিপক্ষ হযরত আলীর লোকজন। তারা এবাদুল হক ও তার পরিবারের আরোও ৫ সদস্যদের পিটিয়ে গুরুতর জখম করে। এ ঘটনায় আশঙ্কাজনক অবস্থায় কৃষক এবাদুল হককে কলারোয়া স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। কলারোয়া স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত ডাক্তার ফয়সাল সাংবাদিকদের জানান, হাসপাতালে নিয়ে আসার আগেই তিনি মারা গেছেন।
কলারোয়া থানার ওসি মোহামদ শাহিন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, এ ঘটনায় জড়িতদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া হবে। সোমবার বিকেলে এ রিপোর্ট লেখা পর্যন্ত থানায় মামলা হয়নি বলে জানা গেছে।