দাকোপ প্রতিনিধি: দাকোপে উপজেলা মৎস্য অফিসের উদ্যোগে মাছের পোনা অবমুক্তকরণ করা হয়েছে।
মঙ্গলবার বেলা ১১ টায় উপজেলা হেড কোয়ার্টার জামে মসজিদের পুকুরে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে আনুষ্ঠানিকভাবে মাছের পোনা অবমুক্ত করেন দাকোপ উপজেলা নির্বাহী অফিসার আসমত হোসেন।
উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা রনজিৎ কুমারের সভাপতিত্বে অনুষ্ঠানে দাকোপ থানার অফিসার ইনচার্জ সিরাজুল ইসলাম, উপজেলা প্রাণি সম্পদ কর্মকর্তা ডা. বঙ্কিম হালদার, উপজেলা প্রকৌশলী জাহাঙ্গীর হোসেন, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা শেখ আব্দুল কাদের, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা কামরুল ইসলাম, সমবায় কর্মকর্তা মিজানুর রহমান, পল্লী দারিদ্র বিমোচন কর্মকর্তা রুবায়েত আল আজাদ, চালনা পৌরসভা বিএনপির আহবায়ক শেখ মোজাফ্ফার হোসেন, সদস্য সচিব আলামিন সানা উপস্থিত ছিলেন।
২০২৪-২৫ অর্থ বছরে মৎস্য অধিদপ্তরের রাজস্ব খাতের আওতায় দাকোপের বিভিন্ন সরকারি বেসরকারী প্রতিষ্ঠানিক ও উন্মুক্ত জলাশয়ে ৪৫৭ কেজি দেশীয় রুই জাতের মাছের পোনা অবমুক্ত করা হয়।