Ad for sale 100 x 870 Position (1)
Position (1)

নওয়াপাড়া বাজারে কৃষক সংগ্রাম সমিতির বিক্ষোভ মিছিল ও পথসভা

এখন সময়: মঙ্গলবার, ১ জুলাই , ২০২৫, ০৬:১৮:১৮ এম

 

প্রেসবিজ্ঞপ্তি: উজানের দেশ ভারতের থেকে অভিন্ন নদীর পানির ন্যায্য হিস্যা আদায়, পানি প্রবাহের সকল প্রতিবন্ধকতা উচ্ছেদ, পরিকল্পিত নদী খনন ও ৫ দফা দাবিসহ ভবদহ জলাবদ্ধতা সমস্যার স্থায়ী সমাধানে অবাধ জোয়ার-ভাটা চালুর দাবিতে শনিবার বিকাল সাড়ে ৪টায় নওয়াপাড়া বাজারে এক বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। বাংলাদেশ কৃষক সংগ্রাম সমিতি অভয়নগর থানা কমিটির উদ্যোগে মিছিলটি পুরাতন বাসস্ট্যান্ড থেকে শুরু হয়ে বাজারের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে পুনরায় বাসস্ট্যান্ডে ফিরে পথসভার মধ্য দিয়ে শেষ হয়। আবু বক্কার সরদারের সভাপতিত্বে পথসভায় বক্তব্য রাখেন সংগঠনের কেন্দ্রীয় সভাপতি কৃষকনেতা হাফিজুর রহমান, জাতীয় গণতান্ত্রিক ফ্রন্ট যশোর জেলা সভাপতি আশুতোষ বিশ্বাস ও বাংলাদেশ ট্রেড ইউনিয়ন সংঘ যশোর জেলা সহ-সভাপতি শ্রমিকনেতা অ্যাড. আহাদ আলী লস্কর প্রমুখ। এর পূর্বে বিকাল ৩টায় থানা কমিটির সভাপতি কৃষকনেতা আবু বক্কার সরদারের সভাপতিত্বে সংক্ষিপ্ত আলোচনা সভা নওয়াপাড়া অফিসে  অনুষ্ঠিত হয়। সভায় আলোচনা করেন সংগঠনের সভাপতি কৃষকনেতা হাফিজুর রহমান ও যুগ্ম-সাধারণ সম্পাদক কৃষকনেতা অধ্যাপক তাপস বিশ্বাস। 

Ad for sale 100 x 870 Position (2)
Position (2)
Ad for sale 225 x 270 Position (3)
Position (3)
Ad for sale 225 x 270 Position (4)
Position (4)