নিজস্ব প্রতিবেদক,মহেশপুর : ঝিনাইদহের মহেশপুরে ঢাকা থেকে প্রকাশিত দৈনিক রুপালী বাংলাদেশ নামে একটি পত্রিকার প্রকাশনা উৎসব উপলক্ষে আলোচনা সভা ও কেক কাটা অনুষ্ঠিত হয়।
রোববার বিকালে মহেশপুর মডেল প্রেসক্লাবে পত্রিকাটির প্রতিনিধি আজাদ বিশ^াসের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন প্রেসক্লাব মহেশপুরের সভাপতি সরোয়ার হোসেন, সাধারণ সম্পাদক জিয়াউর রহমান জিয়া, মহেশপুর মডেল প্রেসক্লাবের সভাপতি আনিসুর রহমান রিপন, সাধারণ সম্পাদক আব্দুস সেলিম, মহেশপুর মডেল প্রেসক্লাবের নির্বাহী সদস্য ও দৈনিক স্পন্দন পত্রিকার নিজস্ব প্রতিবেদক অসীম মোদক, সদস্য নাসির উদ্দীন প্রমুখ।
পরে কেক কাটার মধ্য দিয়ে প্রকাশনা উৎসবটি উদযাপিত হয়।