নিজস্ব প্রতিবেদক : দৈনিক লোকসমাজের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে বুধবার সকালে প্রেসক্লাব যশোর অডিটোরিয়ামে দোয়া মাহফিলের আয়োজন করা হয়। অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য রাখেন পত্রিকাটির প্রকাশক শান্তনু ইসলাম সুমিত।
এ সময় মঞ্চে উপস্থিত ছিলেন পত্রিকাটির সম্পাদক নার্গিস বেগম, প্রেসক্লাব যশোরের সভাপতি জাহিদ হাসান টুকুন, যশোর সংবাদপত্র পরিষদের সভাপতি একরাম উদ দ্দৌলা, সাধারণ সম্পাদক মবিনুল ইসলাম মবিন, লোকসমাজের ভারপ্রাপ্ত সম্পাদক আনোয়ারুল কবির নান্টু। দোয়া মাহফিল পরিচালনা করেন মাওলানা আব্দুল মান্নান। ফুলেল শুভেচ্ছা জানান সভাপতি জাহিদ হাসান টুকুন ও সাধারণ সম্পাদক এসএম তৌহিদুর রহমানের নেতৃত্বে প্রেসক্লাব যশোর, সভাপতি মনোতোষ বসু ও সাধারণ সম্পাদক এইচআর তুহিনের নেতৃত্বে যশোর সাংবাদিক ইউনিয়ন, আকরামুজ্জামান ও এসএম ফরহাদের নেতৃত্বে সাংবাদিক ইউনিয়ন যশোর, সভাপতি গোপীনাথ দাস ও সাধারণ সম্পাদক এমআর খান মিলনের নেতৃত্বে ফটো জার্নালিস্ট অ্যাসোসিয়েশন, সম্পাদক মবিনুল ইসলাম মবিনের নেতৃত্বে গ্রামের কাগজ পরিবার, নির্বাহী সম্পাদক মাহাবুব আলম লাবলুর নেতৃত্বে দৈনিক স্পন্দন পরিবার, ভারপ্রাপ্ত সম্পাদক আমিনুর রহমান মামুনের নেতৃত্বে সমাজের কথা পরিবার, সত্যপাঠ পরিবার, বাংলার ভোর পরিবার, সংবাদপত্র হকার্স ইউনিয়ন, চৌগাছা রিপোর্টার্স ক্লাবসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক পেশাজীবী সংগঠন। অনুষ্ঠানে বিএনপির কেন্দ্রীয় কমিটির ভারপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক অনিন্দ্য ইসলাম অমিতসহ বিভিন্ন নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।