চৌগাছা প্রতিনিধি: যশোরের চৌগাছায ডেঙ্গু আক্রান্ত হয়ে চিকিৎসাধীন অবস্থায় জান্নাতুল মায়শা (৩) নামে এক শিশু মৃত্যু হয়েছে। বুধবার (১৩ নভেম্বর) ঢাকার হেলথকেয়ার প্রাইভেট হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। মায়শা উপজেলার কয়ারপাড়া গ্রামের স্কুল শিক্ষক ওসমান গনির মেয়ে।
আয়শার বাবা ওসমান গনি ও ভাই মনির তার মৃত্যুর খবর নিশ্চিত করেছেন।
পারিবারিক সূত্রে জানা যায়, এক সপ্তাহ আগে মায়শা জ্বরে আক্রান্ত হলে স্থানীয় চিকিৎসকের কাছে চিকিৎসা দেওয়া হয়। এতে জ্বর কমে গেলেও শরীর ও মাথাব্যথা বাড়তে থাকে এবং তার শরীরের র্যাস দেখা যায়। শনিবার (৯ নভেম্বর) চৌগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে সেখানকার চিকিৎসকদের পরামর্শে রক্ত পরীক্ষার পর নিশ্চিত হয় মায়শা ডেঙ্গু আক্রান্ত। সেখানে তার দ্রুত প্লাটিলেট কমতে থাকলে গত সোমবার (১০ নভেম্বর) তাকে যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে রেফার করা হয়। সেখানে তার অবস্থার অবনতি হলে সোমবার (১২ নভেম্বর) কর্তব্যরত চিকিৎসক তাকে ঢাকায় রেফার করেন। ঢাকায় সরকারি কোনো হাসপাতালে আইসিইউতে রাখার ব্যবস্থা করতে না পেরে হেলথকেয়ার প্রাইভেট হাসপাতালে ভর্তি করান। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বুধবার (১৩ নভেম্বর) দুপুরে তার মৃত্যু হয়।
এর আগেও উপজেলায় ডেঙ্গু আক্রান্ত হয়ে দুই জনের মৃত্যু হয়।
উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্স ক্লিনিক সূত্রে জানাগেছে, উপজেলা এই মৌসুমে ১শ ৫১ জন ডেঙ্গু আক্রান্ত রোগী শনাক্ত হয়েছে।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা আহসানুল মিজান রুমি বলেন, ডেঙ্গু আক্রান্ত হয়ে জান্নাতুল মায়শা নামের এক শিশু ভর্তি হয়েছিল। শিশুটি জ্বরে আক্রান্ত হওয়ার ৭/৮ দিন পরে ভর্তি করা হয়। সেময় তার প্লাটিলেট দ্রুত নেমে যাচ্ছিল। এজন্য তাকে রেফার করা হয়েছিল। তিনি বলেন, এখন আপনার কাছ থেকেই জানতে পারলাম শিশুটির মৃত্যু হয়েছে।