Ad for sale 100 x 870 Position (1)
Position (1)

ঝিনাইদহে বাড়ি দখলের অভিযোগে সংবাদ সম্মেলন

এখন সময়: শুক্রবার, ১৭ জানুয়ারি , ২০২৫, ০৪:১৪:৩২ পিএম

 

ঝিনাইদহ প্রতিনিধি: ঝিনাইদহের কালীগঞ্জে লতিফুল ইসলাম নামে এক ব্যক্তির বসতভিটা দখল করার অভিযোগ উঠেছে। টাকা দিতে না পারায় বাড়ি থেকে বের করে দেওয়া হয়েছে তাদের।  বুধবার দুপুরে ঝিনাইদহ প্রেসক্লাবে সংবাদ সম্মেলনে এ অভিযোগ করেন ভুক্তভোগী কালীগঞ্জ উপজেলার ফয়লা গ্রামের লতিফুল ইসলাম।

সংবাদ সম্মেলনের তিনি অভিযোগ করে বলেন, ২০২২ সালে কালীগঞ্জ উপজেলার পাইকপাড়া গ্রামের ব্যবসায়ী আব্দুল ওহাবের কাছ থেকে তিনি বিশেষ প্রয়োজনে ৫ লাখ ৫০ হাজার টাকা ধার নেন। আরও ২ লাখ ৫০ হাজার টাকা দেয়ার কথা ছিলো। সেখানে শর্ত ছিলে ৩ বছর ৩ মাসের মধ্যে ১০ লাখ টাকা পরিশোধ করতে হবে। টাকা পরিশোধ না করতে পারলে বাজারদরে তার বসতভিটা আব্দুল ওহাবের কাছে বিক্রি করে দিতে হবে। কিন্তু নির্ধারিত সময়ের আগেই তাকে টাকা ফেরত দিতে চাপ দিতে শুরু করে আব্দুল ওহাব। টাকা না পেয়ে সর্বশেষ বাড়ি থেকে তাড়িয়ে দেয় আব্দুল ওয়াব। স্ত্রী-সন্তান নিয়ে বর্তমানে বিভিন্ন এলাকায় ভাড়া বাসায় থাকতে হচ্ছে ভুক্তভোগী লতিফুল আলমকে। একই সাথে ওই বাড়ি লিখে দিতে বিভিন্ন ভাবে হুমকি-ধামকি দিচ্ছে। এ নিয়ে আদালতে মামলা করেছেন তিনি।

ভুক্তভোগী  লতিফুল আলম বলেন, এর আগে আমার স্ত্রী জবা বানুকে মারধর করেছে আব্দুল ওহাবের লোকজন। আমার বাড়িতেও হামলা করে লুটপাট করেছে। প্রাণভয়ে আমি এখন পরিবার নিয়ে পালিয়ে বেড়াচ্ছি।

এ ব্যাপারে অভিযুক্ত আব্দুল ওহাবের সাথে মোবাইলে যোগাযোগ করা হলে তিনি বলেন, লতিফুল একজন প্রতারক। আমার কাছ থেকে টাকা নিয়ে সেই টাকা দিচ্ছে না। টাকা দিতে না পারায় আমাকে জমি রেজিস্ট্রি করে দিয়েছে। এই জমি আমার নামে নাম পত্তনও হয়েছে। এখন সে সংবাদ সম্মেলন করে নানা ভাবে আমাকে হেয় করার চেষ্টা করছে।

 

Ad for sale 100 x 870 Position (2)
Position (2)
Ad for sale 225 x 270 Position (3)
Position (3)
Ad for sale 225 x 270 Position (4)
Position (4)