নিজস্ব প্রতিবেদক: সামাজিক যোগাযোগ মাধ্যমে নগ্ন ছবি ছড়িয়ে দেয়ার অভিযোগের স্বামী সুজন হোসেনের নামে যশোর আদালতে মামলা হয়েছে। সোমবার ভুক্তভোগী নারী নিজে বাদী হয়ে এ মামলা করেছেন। যশোরের অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট লস্কর সোহেল রানা অভিযোগেটি এজাহার হিসেবে গ্রহণ করার আদেশ দিয়েছেন কোতয়ালি থানার ওসিকে। আসামি সুজন হোসেন যশোর সদরের মন্ডলগাতী গ্রামের হাসান ব্যাপারীর ছেলে।
মামলার অভিযোগে জানা গেছে, ২০২৪ সালের ৩ মার্চ সুজন হোসেনের বিয়ে করে ওই নারীকে। বিয়ের কিছুদিন যেতে না যেতে সুজন যৌতুক দাবি করে নির্যাতন শুরু করে। সুজনকে দেড় লাখ টাকা দিয়ে একটি ইজিবাইক কিনে দেয়া হয়। পরে যৌতুক হিসেবে আরও আড়াই লাখ টাকা দেয়া হয়। সুজন সমুদয় টাকা নষ্ট করে ফেলে। সুজনের স্ত্রী নিরুপায় হয়ে ২০২৪ সালের ২০ মে তার পিতার বাড়ি ফিরে যায়। স্বামী সুজন গোপনে স্ত্রীর ব্যক্তিগত ও অর্ধনগ্ন ছবি ধারণ করে রেখেছিল। গত ২৮ মে বিকেলে সুজন শ্বশুর বাড়ি গিয়ে গোপনে ধারণ করা গোপন ছবি দেখিয়ে ৩ লাখ টাকা দাবি করেন। টাকা না দিলে সামাজিক যোগাযোগ মাধ্যমে এসব ছবি ছড়িয়ে দেয়ার হুমকি দেয়। সুজনের দাবিকৃত টাকা না দেয়ায় ১ জুন থেকে ৪ জুলাইয়ের মধ্যে ফেসবুক, মেসেঞ্জারসহ বিভিন্ন মাধ্যমে ওইসব ছবি ছড়িয়ে দেয়। শুধু তাই নয়, একটি ভুয়া ফেসবুক আইডি খুলে তার স্ত্রীর ছবি, নাম, মোবাইল নম্বর ও ঠিকানা ব্যবহার করে অনৈতিক প্রস্তাব দিয়ে আগ্রহীদের যোগাযোগ করতে আহ্বান জানান জানায়। বিষয়টি মীমাংসায় ব্যর্থ হয়ে পর্নোগ্রাফি আইনে মামলা করেছেন।